ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: পঞ্চায়েত ভোটের (Panchayat Election) অশান্তি জারি জেলায় জেলায়। কখনও রক্তস্নান, কখনও গোলাগুলি। সেই প্রেক্ষাপটে অশান্তির আঁচ বীরভূমে (Birbhum)। দোর্দণ্ডপ্রতাপ অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে যেন বীরভূমে গোষ্ঠীকোন্দল আরও প্রকট, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। কেষ্টবিহীন বীরভূমে পঞ্চায়েত ভোটের মুখে ফের তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ ইঙ্গিতবহই হয়ে উঠছে পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে।
একদিকে রাজ্যপাল যখন ডাক দিয়েছেন শান্তির, তখন বীরভূমে বাড়ি, পার্টি অফিস ভাঙচুর চলল সোমবারেও। যা নিয়ে অশান্তি পৌঁছল চরমে। কোথাও পার্টি অফিসে চলল ভাঙচুর। কোথাও আবার বাড়ির মধ্যে খড়ের গাদায় জ্বলল আগুন। গতকাল রাতে মুরারইয়ের ডুমুরগ্রাম অঞ্চলে গতকাল রাতে তৃণমূল প্রার্থী টনিক শেখের সঙ্গে তৃণমূলকর্মী আলি আসগরের বচসার জেরে অশান্ত পরিস্থিতি তৈরি হয়। দু’পক্ষের সংঘর্ষে আহত হন উভয়পক্ষের বেশ কয়েকজন। মারধরের পাশাপাশি, চলে বাড়ি ভাঙচুর। তৃণমূলের পার্টি অফিসও ভাঙচুর করা হয়। আহতরা হাসপাতালে ভর্তি। দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে।
অন্যদিকে, বীরভূমের নলহাটিতে সিপিএম প্রার্থীর বাড়িতে খড়ের গাদায় আগুন লাগানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শুকরাবাদ গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী রেজিনা খাতুন।
বাম প্রার্থীর অভিযোগ, দেওয়াল লেখা থেকে শুরু করে প্রচারে বাধা দিচ্ছে শাসকদল। চাপের মুখেও নতিস্বীকার না করায়, গতকাল রাতে তাঁর বাড়ির খড়ের গাদায় আগুন লাগিয়ে দেয় তৃণমূলের দুষকৃতীরা। নলহাটি থানায় অভিযোগ দায়ের হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
আরও পড়ুন, রাজ্যপাল নয়, মুখ্যমন্ত্রীকে আচার্য করার দাবি তুললেন প্রাক্তন উপাচার্যরা!
এদিকে, পঞ্চায়েত ভোটের মুখে অনুব্রতীন বীরভূমের সভায় ফোন মারফত বার্তা দেওয়ার সময় আরও একবার জেলবন্দি তৃণমূল নেতার পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। দোষ প্রমাণ করতে পারেনি, ইচ্ছে করে আটকে রেখেছে। সুর চড়ালেন তৃণমূল নেত্রী। বিরোধীদের হারাতে দ্বন্দ্ব ভুলে দলীয় কর্মীদের একসঙ্গে কাজ করার বার্তাও দিলেন তিনি। সোমবার বীরভূমের দুবরাজপুরে দলীয় সভায় হাজির ছিলেন ফিরহাদ হাকিম৷ তাঁর মোবাইল ফোনের মাধ্যমে কালীঘাটের বাড়ি থেকে বক্তব্য পেশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে, ভোটকর্মীদের ব্যালট নিয়ে, চাঞ্চল্যকর অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। এর মধ্যেই বীরভূমের মুরারইতে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভোটকর্মীদের ব্যালটের এই ছবিগুলো। এনিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর। তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন বিডিও।