সুনীত হালদার, করুণাময় সিংহ, ঋত্বিক প্রধান ও উজ্জ্বল মুখোপাধ্যায়, কোচবিহার : গ্রাম বাংলা কার ? উত্তর মিলতে শুরু করবে আর কয়েক ঘণ্টা পর থেকেই। আর তার আগে যেন ভোটের বুথ থেকে এবার হিংসা, মারামারি, বিতর্কের ভরকেন্দ্র এসে গিয়েছে স্ট্রংরুমে। পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) ফলাফলের আগে রাজ্যের একাধিক জায়গা থেকে এসেছে অভিযোগ।


কোথাও নাকি স্ট্রং রুমে ঢুকেছেন মন্ত্রী ! কোথাও আবার বিধায়ক ! শাসকদলের প্রতিনিধিদের বিরুদ্ধে এমনই অভিযোগে একাধিক জেলায় বিরোধীদের বিক্ষোভ। এরইমধ্য়ে, হাওড়ার (Howrah) ডোমজুড়ে গণনাকেন্দ্রের পাঁচিল ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা। এগরায়, তৃণমূলের বিরুদ্ধে ব্য়ালট বদলের চেষ্টার অভিযোগে বিক্ষোভ দেখায় বিজেপি। আবার কোচবিহারের (CoochBehar) দিনহাটায় কেন্দ্রীয় বাহিনীর সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে তৃণমূল ও বিজেপি। জোর করে স্ট্রংরুমে ঢোকার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। স্ট্রংরুমে আগে ঢুকেছে তৃণমূল, পাল্টা অভিযোগ বিজেপির। যার পরে কেন্দ্রীয় বাহিনীর সামনেই স্ট্রংরুমে ঢুকে যান বিজেপি-তৃণমূল নেতা-কর্মীরা। তৈরি হয় প্রবল উত্তেজনা। হাতাহাতিও চলে দু'দলের সমর্থকদের মধ্যে।


স্ট্রং রুমে কি থাকছে স্ট্রং নিরাপত্তা ? মোথাবাড়ি থেকে ডোমজুড়, উলুবেড়িয়া থেকে এগরা, রাজ্য়ের বিভিন্ন প্রান্তে স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। তাদের অভিযোগ, ব্য়ালট বদলের চেষ্টা করছে তৃণমূল (TMC)। মালদার কালিয়াচক ২ নম্বর ব্লকের স্ট্রংরুম করা হয়েছে মোথাবাড়ি হাইস্কুলে। অভিযোগ রবিবার গভীর রাতে স্ট্রং রুমের ভিতরে ঢোকেন সেচ প্রতিমন্ত্রী ও মোথাবাড়ির বিধায়ক সাবিনা ইয়াসমিন। ভাইরাল হয়েছে তেমনই এক ভিডিও। এরপরই শাসক দলের বিধায়ককে ঘিরে স্লোগান দিতে শুরু করে কংগ্রেস। মন্ত্রীর গাড়ির পিছনে ধাওয়া করা হয়।


অন্য়দিকে, হাওড়ার উলুবেড়িয়ায় অভিযোগ উঠেছে, স্ট্রং রুমের ভিতরে ঢুকেছেন তৃণমূল বিধায়ক নির্মল মাজি। এনিয়ে রবিবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে উলুবেড়িয়ার খলিসানি। স্ট্রং রুমের সামনে বিক্ষোভ দেখায় বিরোধীরা। বিক্ষোভ হঠাতে পাল্টা লাঠি চালায় পুলিশ। অন্য়দিকে, রবিবার রাতে, হাওড়ার ডোমজুড়ের আজাদ হিন্দ কলেজের গণনাকেন্দ্রের পাঁচিল ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। বিরোধীদের অভিযোগ, স্ট্রং রুম থেকে ব্য়ালট বক্স লুঠের পরিকল্পনার উদ্দেশ্যে পাঁচিল ভাঙা হয়েছে।           


আরও পড়ুন- গণপিটুনি পুলিশকে, কমিশনের নিরাপত্তা ব্যবস্থাপনার বেআব্রু চিত্র, জমছে ক্ষোভ


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial