কলকাতা: রাজভবনে কন্ট্রোল রুমে খোলার ২৪ ঘণ্টার মধ্যেই ১০০-র বেশি অভিযোগ। প্রাণহানির আশঙ্কা প্রকাশ করে রাজভবনের দ্বারস্থ দার্জিলিঙের বিজেপি সাংসদ। রাজভবনের কন্ট্রোল রুমে ফোন দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তের। মুখ্যসচিব ও রাজ্য নির্বাচন কমিশনারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ রাজ্যপালের। দার্জিলিঙের জেলাশাসককে ফোন করে দ্রুত পদক্ষেপ নিতে বলল রাজ্য নির্বাচন কমিশন।


পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বেই প্রবল হিংসার অভিযোগ উঠেছে রাজ্যজুড়ে। একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। পরপর চারদিন ধরে কার্যত সন্ত্রাসের আবহ ছিল ভাঙড়ে।  উত্তর থেকে দক্ষিণ নানা জেলায় মনোনয়ন পর্বে হিংসার অভিযোগ উঠেছে। তা নিয়ে হাইকোর্টে মামলাও হয়েছে। হিংসার ঘটনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে পঞ্চায়েত ভোট করার নির্দেশও দিয়েছে হাইকোর্ট। ভাঙড়ের ঘটনার পরে সেই এলাকায় পরিদর্শন করতে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীকে বোমা সরাতে দেখা গিয়েছে। রাজ্যপালের ভাঙড় সফর নিয়ে কড়া সমালোচনা করেছিল তৃণমূল। কার্যত লাগামছাড়া ভাষায় আক্রমণ করেছিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। ক্যানিং সফরেও গিয়েছিলেন রাজ্যপাল। সেখানে তিনি বলেছিলেন, 'কোনও ধরনের হিংসা বরদাস্ত করব না, অবাধে ভোট চাই। সন্ত্রাসের মুখে প্রার্থীদের মনোবল ভেঙে দেখে গেছে। রাজ্যপাল হিসেবে সবার কাছে আমার দায়বদ্ধতা আছে। যেখানে গেছি গণতন্ত্রের উপর হামলার ঘটনা দেখেছি। এটা চলতে পারে না। যে কোনও মূল্যে কোর্টের নির্দেশ পালন করতে হবে।'  


হিংসার ঘটনার অভিযোগ ওঠায়, সরাসরি রাজভবনে অভিযোগ জানানো জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছিল। রাজভবনে অভিযোগ জানানো যাবে  OSD2w.b.governor@gmail.com।- এই মেইল আইডিতে।


অভিষেকের চ্যালেঞ্জ:
পঞ্চায়েত ভোটে (Panchayat Elections 2023) তৃণমূলের (TMC) জয় নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banrjee)। বললেন, প্রত্য়েকটি জেলা পরিষদেরই জিতবে তৃণমূল। আমাকে ধমকে-চমকে রাখা যাবে না, হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক। নরেন্দ্র মোদিকেও নিশানা করেন তিনি। পাল্টা সুর চড়িয়েছে বিজেপি (BJP)।  পঞ্চায়েত ভোটের আগে নবজোয়ার কর্মসূচিতে প্রায় দুই মাস জেলার মাটি কামড়ে পড়ে থেকেছেন অভিষেক। এবার ভোটে জয় নিয়ে, বিরোধীদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তিনি। বললেন, "২০২১-এ যে ভোট পেয়েছিল তৃণমূল, ২০২৩ এ, তার চেয়ে বাড়বে। বিজেপির সঙ্গে যে ভোটের ব্যবধান ছিল, তা বাড়বে, প্রত্যেকটা জেলা পরিষদ জিতবে তৃণমূল। তোমাদের কাছে ইডি, সিবিআই, মোদি, টাকা, আছে। আমাদের কাছে আছে মানুষ।"