রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ : গ্রাম বাংলার ভোটের আগে রক্তপাত-হিংসা-সন্ত্রাসের বেলাগাম ছবি। পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023) মনোনয়ন পর্বের শুরু থেকে যে রক্তস্রোত বইছে বঙ্গে, তার ধারায় যেন অব্যাহতি নেই। ভোটের ঠিক আগে ফের একবার হিংসার ঘটনাক্রমে শিরোনাম মুর্শিদাবাদ (Murshidabad)। ডোমকলে ওপর তৃণমূল কংগ্রেসের কর্মীদের লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল। শাসকদলের অভিযোগ, বোমাবাজির পাশাপাশি ধারাল অস্ত্র নিয়ে আক্রমণ করা হয়েছে তাঁদের ওপর। যার জেরে আহত হয়েছেন তৃণমূলের প্রার্থীও। এক্ষেত্রে অভিযোগ সিপিএম আশ্রিত দৃষ্কৃতীদের বিরুদ্ধে।


মনোনয়ন পর্বের শুরুর দিনেই মুর্শিদাবাদের খড়গ্রামে প্রাণ হারাতে হয়েছিল এক কংগ্রেস কর্মীকে। তারপর থেকে সন্ত্রাসের ধারা অব্যাহত রয়েছে। মুর্শিদাবাদের ডোমকলের (Domkal) গড়াইমারি পঞ্চায়েতের শ্রীকৃষ্ণপুর এলাকায় ভোটের প্রচার সেরে ফেরার পথে তৃণমূল কর্মীদের আক্রান্ত হওয়ার অভিযোগ উঠেছে। শাসকদলের অভিযোগ, আহত হয়েছেন ওই প্রার্থী সইফুল ইসলাম বিশ্বাস (৪৮)। ভোটের প্রচার সেরে ফেরার পথে তৃণমূল প্রার্থী ও কর্মীদের ওপর সিপিএম আশ্রিত দৃষ্কৃতীরা রাতের অন্ধকারে হামলা চালায় বলেই অভিযোগ। বোমাবাজির পাশাপাশি ধারাল অস্ত্র দিয়েও আক্রমণ শানানো হয় বলেই অভিযোগ করেছেন শাসকদলের কর্মী-সমর্থকরা। যে ঘটনার পরপরই আহত তৃণমূল প্রার্থীকে রক্তাক্ত অবস্থায় ভর্তি করানো হয়েছে ডোমকল সুপার ষ্পেশালিটি হাসপাতালে (Domkal Super Speciality Hospital)। এলাকায় গিয়ে পৌঁছেছে পুলিশ। রয়েছে যথেষ্ট উত্তেজনা।


উল্টোদিকে, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বাড়িতে ঢুকে সিপিএম প্রার্থীর উপর হামলা, এলোপাথাড়ি কোপের অভিযোগ ওঠে। বাধা দিতে গিয়ে জখম হন প্রার্থীর ছেলে ও জামাই। খুনের চেষ্টার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। আতঙ্কে ঘরবন্দি পরিবার। এলাকায় টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। ঘটনায় আটক করা হয়েছে এক তৃণমূলকর্মীকে। এদিকে, পঞ্চায়েত ভোটের আবহে ফের বোমা বিস্ফোরণে মৃত্যুর অভিযোগ ! ঘটনাস্থল মুর্শিদাবাদের বেলডাঙা। তৃণমূল এই ঘটনার জন্য দায়ী করেছে কংগ্রেসকে। পাল্টা শাসকদলের ঘাড়ে দায় চাপিয়েছে কংগ্রেস।                                                            


আরও পড়ুন- 'ভোটের ফলপ্রকাশের পরেও ১০ দিন রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী' নির্দেশ কলকাতা হাইকোর্টের


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial