নয়া দিল্লি: জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে ব্যাপক ক্ষতির কারণে এই নিয়ে টানা তৃতীয় দিন জম্মু থেকে অমরনাথ যাত্রা (Amarnath Yatra) স্থগিত রাখা হয়েছে, এমনটাই জানিয়েছে জম্মু কাশ্মীরের (Jammu and Kashmir) আধিকারিকরা। জানা গিয়েছে, জম্মুতে ৬ হাজারের বেশি তীর্থযাত্রী আটকে। এর মধ্যে ভগবতীনগর বেস ক্যাম্পে ৫ হাজারেরও বেশি আটকে। সংবাদসংস্থা পিটিআইকে এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন, জাতীয় সড়কের খারাপ অবস্থার কারণে জম্মু থেকে যাত্রা স্থগিত রয়েছে। 


এও জানান হয়েছে, আরও তীর্থযাত্রীরা অমরনাথ যাত্রার জন্য জম্মুতে আসছেন এর মধ্যেই। কিন্তু যেহেতু যাত্রা স্থগিত রয়েছে, তাদের বেশিরভাগকে বিভিন্ন লজিং সেন্টারে থাকার ব্যবস্থা করা হচ্ছে। জম্মুতে ভিড় এড়াতে কিছু তীর্থযাত্রীকে (Tourist) কাঠুয়া ও সাম্বা জেলার লক্ষণপুর এবং চিচি মাতার ক্যাম্পে থাকার ব্যবস্থা করা হয়েছে।                                                                               


কর্তৃপক্ষ জানিয়েছে যে শনিবার এবং রবিবার অবিরাম বৃষ্টির কারণে জাতীয় সড়ক ভেঙে চুরমার। একাধিক জায়গায় ধসও নেমেছে। বিশেষ করে রামবান জেলার একটি অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে যাত্রা বন্ধ করে তীর্থযাত্রীদের সুরক্ষাকেই প্রাধান্য দেওয়া হয়েছে। 


জম্মু এক ট্রাফিক পুলিশের আধিকারি জানিয়েছেন, সোমবারও যান চলাচল স্থগিত থাকবে। প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত খবর জারি না হওয়া পর্যন্ত জনগণকে হাইওয়েতে ভ্রমণ এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে। এদিকে অমরনাথ যাত্রা জুলাই মাসের ১ তারিখ থেকে এই যাত্রা শুরু হয়েছে। চলবে ৩১ অগাস্ট পর্যন্ত।


আরও পড়ুন, শ্রাবণের প্রথম সোমবারে সোনা কিনে বেঁধে রাখুন সমৃদ্ধি, জেনে নিন দাম কত আজ


 


বৃহস্পতিবার থেকে জম্মু-সহ সন্নিহিত পাহাড়ি এলাকায় প্রবল বৃষ্টি হচ্ছে। মহাগুন টপ-সহ অমরনাথ গুহার আসপাশের এলাকায় বৃষ্টির সঙ্গে শুরু হয়েছে তুষারপাতও। গত ২৪ ঘণ্টায় কোনও কোনও জায়গায় রেকর্ড বৃষ্টিও হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি চলবে।  অমরনাথ শ্রাইং বোর্ডের তরফে বলা হয়েছে আবহাওয়া ও প্রবল বৃষ্টির জন্য পহেলগাম ও বালতাল-দুই রুটেই যাত্রা বাতিল করা হয়েছে। ভগবতীনগর বেস ক্যাম্পে যেসব পুণ্যার্থী রয়েছেন তারা আপাতত সেখানেই থাকবেন। আবহাওয়া ঠিক হলে ফের শুরু হবে যাত্রা।