সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : আক্রমণের পাল্টা প্রতিরোধ ! আর সেই প্রতিরোধের নামে ভাঙচুর, রাস্তা অবরোধ। ব্যারাকপুরের (Barrackpore) বাসুদেবপুরে ধুন্ধুমার। সিপিএম (CPM) প্রার্থীর আত্মীয়কে মারধরের অভিযোগ ওঠে যেখানে। যারপর পাল্টা হিসেবে তৃণমূলের (TMC) পার্টি অফিস ভাঙলেন আক্রান্তর স্ত্রী। কার্যত একের পর এক ইট ছুড়ে পার্টি অফিসের কাচ ভেঙে চুরমার করে দেন তিনি। তাঁর সঙ্গে আরও অনেকে চড়াও হয় শাসকদলের পার্টি অফিসে। যারপর আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে প্রতিবাদ সিপিএমের।
সিপিএমের তরফে দাবি, গত ১২ বছর ধরে রাজ্যে যে সন্ত্রাস, দুর্নীতির আবহ চলচে তাতে সাধারণ মানুষের ধৈর্য্যের বাঁধ ভেঙেছে। আর তার জেরেই প্রতিরোধ তৈরি করা হচ্ছে। পাল্টা আক্রমণও। এদিকে, বাম শিবিরকে পার্টি অফিসে ভাঙচুরের জন্য নিশানা করার পাশাপাশি সিপিএম প্রার্থীর আত্মীয়কে মারধরের সঙ্গে তাঁদের কোনও যোগাযোগ নেই বলেই দাবি করেছে তৃণমূল কংগ্রেস।
প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন প্রান্তে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Elections 2023) ঘিরে জারি রয়েছে রাজনৈতিক সংঘর্ষ। মৃত্যু। পঞ্চায়েত ভোট সন্ত্রাসে আরও প্রাণহানি। নদিয়ার কৃষ্ণনগরে সিপিএম প্রার্থীর শ্বশুরের মৃত্য়ু ঘটেছে। অভিযোগ, ভোটের দিন তাঁকে ব্য়াপক মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। সোমবার সকালে মৃত্য়ু হয় আক্রান্তের। মৃতের নাম শুকুর আলি শেখ। বাড়ি কৃষ্ণনগরের কোতোয়ালি থানার আনন্দ বাসে। তাঁর পুত্রবধূ সুনীতা বিবি ভালুকা গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রার্থী। অভিযোগ, ভোটের দিন তাঁর শ্বশুরকে ভোটের বাইরে ব্য়াপক মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বাড়িতেই চিকিৎসা চলছিল তাঁর। আজ সকালে অবস্থা গুরুতর হলে, নিয়ে যাওয়া হয় শক্তিনগর হাসপাতালে। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করে। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
এদিকে, হাওড়ার ডোমজুড়ে তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রার্থীর ওপর হামলা। বাড়ি ও গাড়ি ভাঙচুর। তৃণমূল প্রার্থী শেখ সুলতানার অভিযোগ, তাঁর বাড়িতে সশস্ত্র অবস্থায় হামলা চালায় একদল সিপিএম কর্মী। বাড়ি লক্ষ্য় করে ইট ছোড়া হয়। এমনকি প্রার্থীকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ-raf। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে সিপিএম।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন