আবির দত্ত, আশাবুল হোসেন ও ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: ভোট হতেই এনআইএ-র (NIA) হাতে তৃণমূলের প্রার্থী গ্রেফতার (TMC Candidate Manoj Ghosh Arrested)। বীরভূমে (Birbhum) গ্রেফতার তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রার্থী মনোজ ঘোষ। তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রার্থীকে গ্রেফতার করল এনআইএ (NIA)। নলহাটি থানায় ডেকে পাঠিয়ে গ্রেফতার করা হয়েছে মনোজ ঘোষকে। তৃণমূল প্রার্থীর পাথর খাদান থেকে প্রচুর বিস্ফোরক বাজেয়াপ্ত করেছিল এনআইএ। বাজেয়াপ্ত করা হয় প্রচুর অ্যামোনিয়াম নাইট্রেট, জিলেটিন স্টিক, আগ্নেয়াস্ত্র, কার্তুজ। কেন ভোটের মুখে মজুত করা হয়েছিল প্রচুর বিস্ফোরক? তদন্তে এনআইএ।
পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার আগেই NIA-র হাতে গ্রেফতার হলেন বীরভূমে তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের প্রার্থী। বেআইনিভাবে বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে বীরভূমের নলহাটির পাথর ব্যবসায়ী ও বানিওর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রার্থী মনোজ ঘোষকে গ্রেফতার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা। সোমবার নলহাটি থানায় পৌঁছয় এনআইএ-র সাতজনের একটি তদন্তকারী দল। আদালতের নির্দেশ অনুযায়ী সেখানে ডেকে পাঠানো হয় তৃণমূল নেতাকে। সূত্রের খবর,প্রায় চার ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বক্তব্যে অসঙ্গতি মেলায় তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের প্রার্থীকে গ্রেফতার করে এনআইএ।
ঘটনার সূত্রপাত, ২০২২-এর জুন মাসে বীরভূমের মহম্মদবাজারে। তল্লাশি চালিয়ে একটি গাড়ি থেকে ৮১ হাজার ডিটোনেটর উদ্ধার করে কলকাতা পুলিশের STF। গাড়ির চালককে আটক করা হয়।তাঁকে জিজ্ঞাসাবাদ করে ২৭ হাজার কেজি অ্যামোনিয়াম নাইট্রেট এবং ১ হাজার ৯২৫ কেজি জিলেটিন স্টিক ও আরও ২ হাজার ৩২৫টি ডিটোনেটর উদ্ধার হয়। সেই ঘটনার তদন্তভার নেয় এনআইএ। এরপর ২০২৩-এর জানুয়ারি মাসে রিন্টু শেখ নামে একজনকে গ্রেফতার করে NIA। সেই সূত্র ধরে, এরপর রানিগঞ্জ থেকে মিরাজুদ্দিন এবং বিকাশভবন থেকে নুরুজ্জামান নামে একজনকে গ্রেফতার করা হয়।
পেশায় সফটওয়ার ইঞ্জিনিয়ার নুরুজ্জামান বিকাশ ভবনে National Informatics Centre বা NIC-র প্রোজেক্টে কাজ করতেন। এই মমালায় ২৮ জুন এনআইএ-র বিশেষ আদালতে একটি চার্জশিটও জমা দেয় জাতীয় তদন্তকারী সংস্থা। আর সেদিনই নলহাটিতে তৃণমূল নেতা ও গ্রাম পঞ্চায়েতের প্রার্থী মনোজ ঘোষের একটি কারখানায় অভিযান চালায় এনআইএ। ৫০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট, ১৩০টি জিলেটিন স্টিক, একটি আগ্নেয়াস্ত্র, ও ৪টি কার্তুজ উদ্ধার করা হয়।
আরও পড়ুন, 'TMC কর্মীর গায়ে ৩টি গুলি', কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ গ্রামবাসীদের
NIA সূত্রে দাবি, এরপর থেকে তিনবার তৃণমূল নেতা মনোজ ঘোষকে নোটিস পাঠানো হলেও, একবারও হাজির হননি তিনি। গত সাত জুলাই, আদালতে বিষয়টি জানায় এনআইএ। এরপর তৃণমূল নেতা মনোজ ঘোষকে তদন্তে সহযোগিতা করতে নির্দেশ দেন বিচারক। এদিন আদালতের নির্দেশ অনুসারেই ডেকে পাঠানো হয় মনোজকে। শেষমেশ তাঁকে গ্রেফতার করে জাতীয় তদন্তকারী সংস্থা।