সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) আগে রাজ্যজুড়ে যেন থামছেই না হিংসা। এবার তৃণমূল (TMC) প্রার্থীর স্বামীর ও তাঁর অনুগামীদের ওপর হামলা করার অভিযোগ উঠল। অভিযোগ এলাকারই নির্দল প্রার্থীর অনুগামীদের বিরুদ্ধে। মারধরের পাশাপাশি তৃণমূলের দলীয় পতাকা ছিঁড়ে ফেলা ও এলাকায় বোমাবাজিরও অভিযোগ উঠেছে নির্দল প্রার্থীর (Independent Candidate) অনুগামীদের বিরুদ্ধে। ঘটনা বসিরহাট এক নম্বর ব্লকের গোটরা গ্রাম পঞ্চায়েতের অনন্তপুরে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অনন্তপুরের ৯৬ বুথের তৃণমূল প্রার্থী সালমা তাঁর স্বামী জিয়ারুল ইসলাম গাজি কয়েকজন তৃণমূলের কর্মী -মর্থকদের নিয়ে দলীয় প্রচার সেরে সেরে বাড়ি ফেরার পথে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। বুধবার রাতের অন্ধকারে আচমকা একদল দুষ্কৃতী তাঁদের উপরে হামলা চালায়। চায়ের দোকানেও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। অনন্তপুর স্টেশন লাগোয়া যেসব জায়গায় তৃণমূলের দলীয় পতাকা,ব্যানার, ফেস্টুন লাগানো ছিল সেগুলো ছিঁড়ে খুলে ফেলে দেয় দুষ্কৃতীরা। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও কিছুটা দূরে ফাঁকা মাঠের মধ্যে গিয়ে তারা বোমাবাজি করে বলেও অভিযোগ।
তৃণমূল প্রার্থীর সালমা বিবির অভিযোগ, নির্দল প্রার্থীর সামাদ গাজির অনুগামীরা রাতের অন্ধকারে এই ঘটনা ঘটিয়েছে। পঞ্চায়েত নির্বাচনের কয়েক ঘণ্টা আগে সন্ত্রাসের আবহ তৈরি করতে চাইছে বলেই অভিযোগ। নির্দল প্রার্থীর অনুগামীরা ভয় দেখিয়ে এলাকা দখল করার চেষ্টা করছে। দোষীদের গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন তৃণমূল প্রার্থী। এপ্রসঙ্গে নির্দল প্রার্থীর সামাদ গাজির সঙ্গে যোগাযোগ করা হলে তার কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং ফোন ধরেননি। খবর পেয়ে অনন্তপুর পুলিশ ফাঁড়ির আধিকারিকরা ঘটনাস্থলে যান। ঘটনার জেরে বৃহস্পতিবার সকাল থেকেই এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে।
এদিকে, বীরভূমের ময়ূরেশ্বরে তৃণমূল প্রার্থীর বাড়িতে বোমা মারার অভিযোগ উঠল সিপিএমের (CPM) বিরুদ্ধে। ডাবুক গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী আপেল হক। তাঁর দাবি, গতকাল রাতে প্রচার সেরে ফেরার সময়, তৃণমূল ও সিপিএম কর্মীদের মধ্যে বচসা হয়। তৃণমূল (TMC) প্রার্থীর অভিযোগ, তার জেরেই বাড়িতে ঢোকার মুখে তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়ে সিপিএমের দুষকৃতীরা। প্রাণে মারার চেষ্টা হয়েছে বলে অভিযোগ তৃণমূল প্রার্থী। সিপিএম প্রার্থী সাজিরুল শেখের দাবি, উল্টে তৃণমূল প্রার্থীই বাম কর্মী, সমর্থকদের মারধর করেন।
আরও পড়ুন- স্বাস্থ্যসাথী কার্ডের জন্য কীভাবে আবেদন করবেন? জরুরি তথ্যগুলো জেনে রাখুন
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন