কলকাতা: রাজ্যে পঞ্চায়েত ভোট ঘিরে ক্রমবর্ধমান হিংসার সঙ্গেই বেড়েছে নিহত-র সংখ্যা। আর এমন পরিস্থিতিতে রাজ্য়ে এসেছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। প্রশ্নও তোলা হয়েছে টিমের প্রতিনিধিদের তরফে। যদিও এদিন গোধূলিবেলায় গেরুয়া শিবিরকে তুলোধনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বলেছেন, 'বাংলার বদনাম করে বেড়াচ্ছে, আবার ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছে!' তুলেছেন প্রশ্নও তৃণমূল সুপ্রিমো (TMC)।


এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'কেন্দ্রীয় বাহিনী ছিল, তাও কেন ভাঙড়ে কেন গন্ডগোল হল? বাইরে থেকে গুন্ডারা স্কুলে বোমা জমা করে রেখেছিল, পুলিশও আক্রান্ত। আমরা অনেক সহ্য করেছি, আমাদের এলাকাতেও পুনর্নির্বাচন করেছি। বাংলার বদনাম করে বেড়াচ্ছে, আবার ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছে!' এখানেই শেষ নয়, মমতার সংযোজন,  'কথায় কথায় ফ্যাক্ট ফাইন্ডিং টিম, এজেন্সি, এভাবে দেশ চালানো যায় না। দেশ চালাতে হলে ধৈর্য ধরতে হয়।'


এদিকে, বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং (BJP's Fact Finding Team) টিমের সদস্য রবিশঙ্কর প্রসাদ ইতিমধ্য়েই প্রশ্ন তুলেছেন, '৩৫৫-এর দাবি যুক্তি সঙ্গত, গণতন্ত্র বিপন্ন হলে দেখার দায়িত্ব কেন্দ্রের। গণনাতেও খুন, জয়ী প্রার্থীরা তৃণমূলে যোগ না দিলে সার্টিফিকেট দেওয়া হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি গণতন্ত্রকে লজ্জিত করেছেন। ভোট ঘিরে এত সংঘর্ষ, এত মৃত্যু, বোমা, গুলি, এটাই কি কাম্য?'


যদিও এই প্রশ্নে আমল না দিলেও মুখ্যমন্ত্রী এদিন স্পষ্ট করেন, 'আমরা কী অপরাধ করেছি? বিরোধী থাকার সময় শুধু মার খেয়েছি। বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই বিদ্বেষমূলক মনোভাব। আমি অপরাধ করলে শাস্তি দিন, মেনে নেব, কিন্তু এত মিথ্যে! সমালোচনা-কুৎসা করে শক্তি বাড়িয়েছে বিরোধীরা, এজন্য ধন্যবাদ। আমি সারাজীবন শান্তি নিয়ে কলম ধরেছি। পঞ্চায়েতের ফল বেরিয়েছে, অপরাধ করলে মেনে নেব।' তবে এতো গেল বঙ্গ রাজনীতি। রাজ্যে যখন হিংসার আবহ, ঠিক তখনই বিজেপির 'ফ্যাক্ট ফাইন্ডিং' টিমের পাল্টা মণিপুরে তৃণমূলের 'ফ্যাক্ট ফাইন্ডিং' টিম। মণিপুরে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিমে আছেন ডেরেক, কল্যাণ, কাকলি, দোলা সেন।


আরও পড়ুন, 'বাংলায় যা ঘটল, আগামী ১ মাস কালা দিবস পালন করা উচিত', শুভেন্দুর নিশানায় মমতা


প্রসঙ্গত, এর আগেও একাধিকবার রাজ্যে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে আসতে দেখা যায়। এর আগে হাঁসখালি ধর্ষণকাণ্ড, বগটুই হিংসাকাণ্ড -সহ একাধিক ঘটনায় বিজেপির 'ফ্যাক্ট ফাইন্ডিং' কমিটিকে আসতে দেখা যায় রাজ্যে। যদিও বিজেপি শাসিত রাজ্যগুলিতে কোনও বড় কোনও ঘটনা ঘটলেও অভিযান চালাতে দেরি করেনি তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। বাইশ সালে যোগী রাজ্য উত্তরপ্রদেশ-এর প্রয়াগরাজে ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছিল। একই পরিবারের দুই বছরের শিশু সহ ৫ জনের গলা কেটে খুন করা হয়েছিল। ধর্ষণে বাধা দেওয়া হয়েছিল বলেই খুন করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। ওই ঘটনার পর সেবার যোগী রাজ্যে গিয়েছিল তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। আর এবারও সেই পথেই এগোল রাজ্যের শাসকদল।