কলকাতা: ভোট সন্ত্রাসে বাংলায় নিহতের পরিসংখ্যান প্রায় ৫০ ছুঁইছুঁই। আর এমনই এক পরিস্থিতিতে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেছেন, 'বিক্ষিপ্ত ঘটনায় কয়েকজনের মৃত্যু হয়েছে, এজন্য আমরা দুঃখিত।' কিন্তু এরই পাশাপাশি, মমতার সংযোজন, 'আমি অপরাধ করলে শাস্তি দিন, মেনে নেব, কিন্তু এত মিথ্যে!' আর মুখ্যমন্ত্রীর (CM) বক্তব্যের পর তীব্র আক্রমণ শানিয়ে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুভেন্দু স্পষ্ট করে বলেছেন, 'বাংলায় যা ঘটল, তাতে আগামী একমাস কালা দিবস পালন করা উচিত।' কিন্তু মৃত্যুর পরিসংখ্যান নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের পর একটি বিস্ফোরক বিশ্লেষণ দিয়েছেন শুভেন্দু। 


'..আগামী ১ মাস কালা দিবস পালন করা উচিত'


এদিন শুভেন্দু অধিকারী বলেন, '১৮-য় যা করেছিলেন, তার ফল পেয়েছিলেন '১৯-এর লোকসভা ভোটে। আজ যা করলেন, সামনের লোকসভা ভোটে মানুষ তার জবাব দেবে। বাংলায় যা ঘটল, তাতে আগামী একমাস কালা দিবস পালন করা উচিত। কেন্দ্রীয় বাহিনীকে রাজ্যের স্পর্শকাতর জায়গাগুলির তথ্যই দিচ্ছে না পুলিশ। নিহত তৃণমূল কর্মীদেরই পরিবারকে আর্থিক সাহায্য ও চাকরি দেবেন মুখ্যমন্ত্রী। সেজন্য ১৯জনের মৃত্যু হয়েছে বলেছেন মুখ্যমন্ত্রী। শাসক দলের নির্দেশেই কাজ রাজ্য নির্বাচন কমিশনের। সব হিসেব হবে লোকসভা ভোটে', বলে বিরোধী দলনেতার।  


'রাজ্যে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম'


মূলত, শেষ অবধি পাওয়া খবরে, মনোনয়ন পর্ব থেকে শুরু, রাজ্যে ৩৫দিনে ভোটের বলি ৪৭। বলাইবাহুল্য, এমনই এক আবহে, রাজ্যে এসে পৌঁছেছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্য রবিশঙ্কর প্রসাদ ইতিমধ্য়েই প্রশ্ন তুলেছেন, '৩৫৫-এর দাবি যুক্তি সঙ্গত, গণতন্ত্র বিপন্ন হলে দেখার দায়িত্ব কেন্দ্রের। গণনাতেও খুন, জয়ী প্রার্থীরা তৃণমূলে যোগ না দিলে সার্টিফিকেট দেওয়া হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি গণতন্ত্রকে লজ্জিত করেছেন। ভোট ঘিরে এত সংঘর্ষ, এত মৃত্যু, বোমা, গুলি, এটাই কি কাম্য?' 


আরও পড়ুন, 'বিক্ষিপ্ত ঘটনায় কয়েকজন মারা গেছে, আমি দুঃখিত', বললেন মমতা


'দেশ চালাতে হলে ধৈর্য ধরতে হয়'


যদিও রাজ্যে এই বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসা নিয়ে মমতা বলেছেন, 'আমরা অনেক সহ্য করেছি, আমাদের এলাকাতেও পুনর্নির্বাচন করেছি।বাংলার বদনাম করে বেড়াচ্ছে, আবার ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছে।' আবার এরই সঙ্গেই মুখ্যমন্ত্রীর সংযোজন, 'কথায় কথায় ফ্যাক্ট ফাইন্ডিং টিম, এজেন্সি, এভাবে দেশ চালানো যায় না। দেশ চালাতে হলে ধৈর্য ধরতে হয়।মণিপুরের মানুষের সঙ্গে কথা বলার জন্য আমরা দল পাঠাচ্ছি।'