কলকাতা: বিহারের পর কর্ণাটক, কাল দ্বিতীয় বৈঠকে বসছে বিরোধীরা। আজই অভিষেককে নিয়ে বেঙ্গালুরু যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর এবার তীব্র আক্রমণ শানিয়ে অমিত মালব্য বলেন, 'পঞ্চায়েত ভোটে ৫০-এর বেশি প্রাণহানি, তালিকায় কংগ্রেস কর্মীরাও। রাহুল গাঁধী কি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হবেন? এত মৃত্যুর জন্য রাহুল কি অনুশোচনা করবেন, নাকি আত্মসমর্পণ করবেন? এই রাষ্ট্রীয় সন্ত্রাস নিয়ে রাহুলের নীরবতা তাঁর কাপুরুষতা ও সুযোগ সন্ধানী রাজনীতির উদাহরণ' ট্যুইট বাংলায় বিজেপির সহ পর্যবেক্ষক অমিত মালব্যর (Amit Malviya)।
আগামীকালের বৈঠকে থাকবেন ২৬ বিরোধী দলের নেতৃত্ব। আজ বিকেলে বিরোধী দলগুলির সৌজন্য-বৈঠক। বৈঠক শেষে বিরোধী নেতানেত্রীদের নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন সনিয়া গাঁধী। সনিয়ার ডাকা নৈশভোজে থাকবেন অভিষেক ও ডেরেক ও'ব্রায়েন। নৈশভোজে যোগ দেওয়ার বিষয়ে ডাক্তারদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন তৃণমূল নেত্রী। কংগ্রেস,মোদি সরকারের অর্ডিন্যান্সের বিরোধিতার সিদ্ধান্ত নেওয়ায় বৈঠকে যোগ দিচ্ছে আপ-ও।
এর আগে বিরোধী বৈঠক থেকে বিজেপি সরকারকে তীব্র আক্রমণও দাগতে ভোলেননি তৃণমূল সুপ্রিমো। 'বিজেপি একনায়কতন্ত্র চালাচ্ছে', বলে আক্রমণ করেছিলেন সেবার মমতা। তিনি বলেছিলেন, 'বাংলায় প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে, রাজ্য সরকারকে না জানিয়েই পালিত হয়েছে। কিছু বললেই সিবিআই-ইডি লাগিয়ে দেওয়া হচ্ছে, এটা হওয়া উচিত নয়। অর্থনীতি ধ্বংস হচ্ছে, দলিত, মহিলাদের ওপর অত্যাচার, ১০০ দিনের কাজের টাকা বন্ধ, এগুলো নিয়ে কোনও চিন্তা নেই বিজেপির', আক্রমণে মমতা। মমতা আক্রমণ করে আরও বলেন, 'বিজেপির কালা কানুনের বিরুদ্ধে লড়াই চলবে। বিজেপির চেষ্টা আর কোনও নির্বাচনই হবে না। বিজেপির রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে একসঙ্গে লড়াই করব। বিজেপি চায় ইতিহাস বদল, আমরা ইতিহাস বদলাতে দেব না।'
আরও পড়ুন, '৩০০-র বেশি ভোটে জয়', নির্দল প্রার্থীর জেতা সার্টিফিকেট 'কেড়ে' নিল কে ?
অপরদিকে, পাটনায় বিরোধী বৈঠকে রাহুল গাঁধী বলেছিলেন, 'যে নীতি এবং আদর্শের ওপর ভারত দাঁড়িয়ে আছে তার ভিতে আক্রমণ চালাচ্ছে বিজেপি, আরএসএস', এটা আদর্শের লড়াই আর এখানে আমরা সবাই একসঙ্গে আছি'। তিনি আরও বলেছিলেন, 'আমাদের মধ্যে ছোটখাটো মতপার্থক্য থাকতেই পারে কিন্তু আমরা ঠিক করেছি যে আমরা একসঙ্গেই কাজ করব। আমাদের আদর্শকে আমরা রক্ষা করব। বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়ার প্রক্রিয়া শুরু হল এবং এটা আমরা এগিয়ে নিয়ে যাব।'