সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: পঞ্চায়েত ভোট পরবর্তী হিংসায় (Panchayat Post Poll Violence) অব্যাহত উত্তর দিনাজপুর জেলায়। নির্বাচনে জেতার পরই নির্দল সমর্থকদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল এবং নির্দল সমর্থকদের এই সংঘর্ষে আহত হয়েছে উভয়পক্ষের প্রায় ১০ জন। আহতদের রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।


বুধবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের সুরুন ১ গ্রাম পঞ্চায়েতের ডামডোলিয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের দিন থেকেই এলাকায় চাপা উত্তেজনা ছিল। বুধবার তৃণমূল ওই এলাকায় একটি বিজয় মিছিল করে। এবং রাতে হঠাৎ নির্দল সমর্থকদের ওপর চড়াও হয় বলে অভিযোগ। ইটাহার ব্লকের সুরুন ১ গ্রাম পঞ্চায়েতের ডামডোলিয়া গ্রামে তৃণমূলজয়ী হওয়ার পরেই নির্দল সমর্থকদের ওপর চড়াও হয় বলে অভিযোগ।


যদিও তৃণমূল সমর্থকদের পাল্টা  অভিযোগ, যে ভোটে হেরে গিয়ে তাঁদের ওপরই লাঠিসোটা, ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় নির্দল সমর্থকেরা। এই সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের ১০ জন আহত হয়েছে। তাদের রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এক নির্দল সমর্থক রেফাজুদ্দিন আহমেদ বলেন, ভোটে জিতেই নির্দল সমর্থকদের ওপরে আক্রমণ চালায় তৃণমূলের লোকেরা। তৃণমূলের প্রার্থী মুজাহিদ আলমের নেতৃত্বেই এ ঘটনা ঘটেছে।


অপরদিকে, এই সংঘর্ষে আহত তৃণমূল সমর্থক কাজিমুল হক জানিয়েছেন, 'ভোটে হেরে যাওয়ার কারণে নির্দল সমর্থকরাই তাঁদের উপরে হামলা চালায়। বাঁশ, লাঠি দিয়ে মারধর করা হয়', বলে অভিযোগ তাঁর। ঘটনার খবর পেয়ে, ঘটনাস্থলে ছুটে যায় ইটাহার থানার বিরাট পুলিশ বাহিনী। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যল কলেজে নিয়ে আসে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ। 


আরও পড়ুন, 'রাজ্যে ৩৫৫ ধারা জারির চক্রান্ত শুভেন্দুর', অভিযোগ কুণালের, পাল্টা নিশীথ 


প্রসঙ্গত, সন্ত্রাস বিধ্বস্ত এলাকায় বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম (BJP's Fact Finding Team)। গতকাল হিঙ্গলগঞ্জের পর আজ বাসন্তীতে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। বাসন্তীতে আক্রান্ত বিজেপি প্রার্থীদের সঙ্গে কথা রবিশঙ্কর প্রসাদের। বাসন্তী যাওয়ার আগে রাজভবনে যায় বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। ভোট-সন্ত্রাস নিয়ে রাজ্যপালের কাছে নালিশ বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের । 'সাংবিধানিক প্রধান হিসেবে পদক্ষেপ করুন রাজ্যপাল। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের শাসনে কেউ আক্রান্তদের কথা শোনে না। পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন', রাজ্যপালের কাছে আর্জি বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের। 'বিশ্বকে দেখাতে চাই কীভাবে বাংলা চালাচ্ছেন মমতা', রাজ্য সরকারকে নিশানা প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদের।