কলকাতা : একদিকে সবুজ ঝড়। অন্যদিকে দলবদলের হিড়িক। সবমিলিয়ে পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) ফলাফলে তৃণমূলের (TMC) জয়জয়কার। জয়ের ১২ ঘণ্টার মধ্যেই একাধিক জায়গায় বিরোধী থেকে নির্দশ, যোগ দেওয়া শুরু হয়েছে ঘাসফুল শিবিরে। ৩ সিপিএম (CPM) এবং ১ বিজয়ী নির্দল প্রার্থী (Independent Winner) যোগ দিলেন তৃণমূলে।


কাটোয়ার শ্রীখণ্ড গ্রাম পঞ্চায়েতের ৪ প্রার্থী যোগ দিলেন তৃণমূলে। তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলে যোগ দিলেন তাঁরা। সন্ত্রাসের কারণেই দল বদল, দাবি সিপিএম-এর (CPM)। সন্ত্রাসের অভিযোগ অস্বীকার শাসকদলের। পূর্ব বর্ধমানের কালনাতেই দেখা গিয়েছিল জেতার পর গণনাকেন্দ্র থেকেই তৃণমূল ছেড়ে সিপিএমে যোগ দেওয়ার কথা জানিয়েছিলেন কাকুরিয়া গ্রাম পঞ্চায়েতের জয়ী গীতা হাঁসদা। 


দলবদল প্রসঙ্গে সিপিএম নেতা অচিন্ত্য মল্লিক বলেছেন, 'তৃণমূলের সন্ত্রাসের থেকে পরিবারকে বাঁচাতে সিপিএম ছেড়ে ওরা তৃণমূলে যোগ দিয়েছে।' পূর্ব বর্ধমানের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেছেন, 'কোনও ভয় দেখানো হয়নি। ওরা  সিপিএমের অত্যাচার থেকে বাঁচতে তৃণমূলে যোগ দিয়েছে। নির্দল প্রার্থী তনুশ্রী মণ্ডল গ্রামবাসীদের দাবিতে তৃণমূলে যোগ দিয়েছেন।'


এদিকে, ভোটের ফল ঘোষণার পরেই বাঁকুড়ার বিষ্ণুপুরে বিজেপির জয়ী প্রার্থী যোগ দিলেন তৃণমূলে। অযোধ্যা গ্রাম পঞ্চায়েতের ৪৯ নম্বর আসনে বিজেপির টিকিটে জয়ী হন সলমা মুর্মু। ভোটের ফল ঘোষণার পরের দিন সকালেই বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের হাত ধরে যোগ দিলেন তৃণমূলে। বিজেপিতে থেকে উন্নয়ন সম্ভব নয়, তাই শাসকদলে যোগদান, দাবি দলত্যাগী প্রার্থীর। ভয় দেখিয়ে দলবদল করানো হয়েছে, অভিযোগ বিজেপির। গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।


এদিকে, উত্তর দিনাজপুরে গণনা কেন্দ্রে ঢুকতে গিয়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কাছে মার খেলেন চোপড়ার তৃণমূল বিধায়ক। নাক ফাটল হামিদুল রহমানের। তৃণমূলের টিকিট না পেয়ে জেলা পরিষদের আসনে নির্দল হিসেবে ভোটে দাঁড়ান বিধায়কের মেয়ে আরজুনা বেগম। অভিযোগ, ভোট গণনা চলাকালীন গতকাল রাত আড়াইটে নাগাদ গণনা কেন্দ্রে জোর করে ঢোকার চেষ্টা করেন তৃণমূল বিধায়ক হামিদুল রহমান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় পুলিশ লাঠিচার্জ করে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর মারে আহত তৃণমূল বিধায়ক ও তাঁর এক অনুগামী শিলিগুড়ির নার্সিংহোমে ভর্তি। ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তৃণমূল বিধায়ক।  


আরও পড়ুন- গণনা পর্বের শেষে ভাঙড়ে ভোট হিংসার বলি আরও ৩


পনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial