কলকাতা : বোমাবাজি, হিংসা, মারামারি থেকে রক্তপাত। পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) সন্ত্রাসের বেলাগাম হিংসার রেশ ভোট গণনাতেও অব্যাহত। ভাঙড়ে (Bhangar) সকাল থেকে রাত পর্যন্ত জারি রইল বোমাবাজি। গণনাকেন্দ্রের (Voting Center) বাইরে পুলিশকে চালাতে হল লাঠি। ছুড়তে হল রবার বুলেট। ময়নার পর দিনহাটাতেও (Dinhata) বোমা ফেটে হল আহত। এদিকে, আক্রমণের রেশ নেমে এল উত্তর ২৪ পরগনা থেকে মুর্শিদাবাদে (Murshidabad)। কাউগাছিতে পুড়ল বিজেপি কর্মীর বাড়ি। অপরদিকে, সাগরপাড়ার লোহার রড়ের আঘাতে মাথা ফাটল সিপিএম কর্মীর। অশান্তির ছবি কোথায় কেমন ?


দক্ষিণ ২৪ পরগনা - গণনার শেষের আগেই ফের উত্তপ্ত ভাঙড়। সকাল থেকে রাত, ভাঙড়ে দিনভর বোমাবাজি। ভাঙড়ের কাঁঠালিয়া স্কুলে জেলা পরিষদের গণনা চলাকালীন বোমাবাজি হয়। একটি আসনে আইএসএফ (ISF) এগিয়ে থাকায় ফের গণনার দাবি তৃণমূলের (TMC)। গণনাকেন্দ্রে চাপানউতোর, বাইরে ব্যাপক বোমাবাজি (Bombing)। পাল্টা পুলিশের (Police) কাঁদানে গ্যাস, রাবার বুলেট। গণনাকেন্দ্রেই রয়েছেন আরাবুল-হাকিমুল ইসলাম।


কোচবিহার - ময়নার পর দিনহাটা, বোমা ফেটে জখম ২। মাঠে পড়েছিল বোমা, দা-এর আঘাত লাগতেই বিস্ফোরণ ঘটে। আহত ২ জন দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি। ময়নার বাকচাতেও বোমা ফেটে গুরুতর জখম ১। বোমা ফেটে হাত উড়ল এক ব্যক্তির ।


উত্তর ২৪ পরগনা - উত্তর ২৪ পরগনার কাউগাছিতে বিজেপি প্রার্থীর বাড়িতে আগুন। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে আগুন লাগানোর অভিযোগ। আতঙ্কে ঘরছাড়া বিজেপি প্রার্থী । অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের। এদিকে, গণনার সময় অগ্নিগর্ভ অশোকনগর। গণনাকেন্দ্রের বাইরে তৃণমূলের সঙ্গে বিরোধীদের সংঘর্ষ। ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস।


মুর্শিদাবাদ - মুর্শিদাবাদের সাগরপাড়ায় আক্রান্ত সিপিএম কর্মী। রডের আঘাতে মাথা ফাটল সিপিএম কর্মীর । তৃণমূলের বিজয় মিছিলে চকোলেট বোমা ফাটানোর অভিযোগ। প্রতিবাদ করলে সিপিএম কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার শাসক দলের । 


আলিপুরদুয়ার- আলিপুরদুয়ারের কালচিনিতে গণনা ঘিরে তুলকালাম। গণনাকেন্দ্রে ভাঙচুর, ভোটকর্মীদের মারধর। তৃণমূলের বিরুদ্ধে গণনাকেন্দ্রের হামলার অভিযোগ। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ভোটকর্মীদের, বন্ধ হয়ে যায় ভোট গণনা। কালচিনি ব্লকের ২টি বুথে জয়ী কংগ্রেস। তৃণমূল ফের গণনার দাবি জানালে খারিজ করে দেন ভোটকর্মীরা। তারপরই গণনাকেন্দ্রের ভাঙচুর, ভোটকর্মীদের মারধরের অভিযোগ। পুলিশ নিরাপত্তার আশ্বাস দিলে ফের শুরু হয় গণনা ।


আরও পড়ুন- হার এড়াতে ব্যালট খেয়ে নিলেন তৃণমূল প্রার্থী ! সিপিএমের অভিযোগে শোরগোল হাবড়ায়


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial