হিন্দোল দে, দক্ষিণ ২৪ পরগনা : মনোনয়নে বেলাগাম সন্ত্রাস (Violence in Nomination), ভাঙড়ে যৌথ মিছিল করল সিপিএম ও আইএসএফ। সন্ত্রাসের জেরে ১৫ জুন মনোনয়ন দিতে পারেননি সিপিএম প্রার্থী মামণি মণ্ডল। তাঁর অভিযোগ, বিডিও অফিসের সামনেই তাঁকে মনোনয়ন দিতে বাধা দেওয়া হয়। পরে মনোনয়ন জমা দিলেও, বাড়ি গিয়ে হুমকি দেয় তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতীরা। 


পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) মনোনয়ন পর্বে উত্তপ্ত হয়েছিল ভাঙড় (Bhangar)। গোলাগুলি থেকে মুহুর্মুহু বোমাবাজি, বাদ যায়নি কিছুই। রক্ত ঝরেছিল। খুন হয়েছিলেন ২ তৃণমূল কর্মী ও ১ ISF কর্মী। সেই ভাঙড়েই এবার মিছিল করল ISF এবং সিপিএম। ভাঙড় ২ নম্বর ব্লকের কাঠালবেড়িয়া থেকে আবাদপাড়া পর্যন্ত যৌথ মিছিল করা হয়। মিছিলে ছিলেন ISF এবং সিপিএমের প্রার্থীরা। মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার পথে বাধার মুখে পড়তে হয়েছিল। এদিন, লাল পতাকা নিয়ে ভাঙড়ের মাটিতে অন্য প্রার্থীদের সঙ্গে মিছিল করলেন সিপিএম (CPM) প্রার্থী মামণি মণ্ডলও।


ভাঙড়ের বামনঘাটায় দলীয় কর্মিসভায় ভাঙড়বাসীর কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন আরাবুল-পুত্র হাকিমুল ইসলাম। সভাতে তখন উপস্থিত ছিলেন আরাবুলও। হাকিমুল বলেছিলেন, 'যদি তৃণমূল কংগ্রেসের কোনও কর্মীরা ভুল করে থাকে, আপনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের কাছে আমরা ভুল স্বীকার করছি নিজেরা। আপনারা আমাদের ভোট দিন।' এই ভাঙড়েই এবার শক্তি-প্রদর্শন করল ISF এবং সিপিএম। 


যদিও আরাবুল আছেন আরাবুলেই, এক মুখে ক্ষমা, অন্য মুখে হুমকি ! মনোনয়ন পর্বে বেলাগাম সন্ত্রাস, ক্ষমা চাওয়ার পরেই হুঁশিয়ারি। '৮ তারিখের পরে কী হাল হবে তৈরি থাকুন', হাকিমুলের ক্ষমা প্রার্থনার পরের দিনই ফের হুঁশিয়ারি আরাবুলের। ভাঙড়ের মানুষ শান্তি চায়, কোনও বিরোধী আক্রান্ত হয়নি বলে দাবি।                                                                    


আরও পড়ুন- জেলা পরিষদে কোথাও কি ভাল ফল করতে পারবে বিরোধীরা? কী বলছে C-Voter এর সমীক্ষা ?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


মনোনয়নপর্বে যেভাবে রক্তাক্ত হয়েছিল ভাঙড়, এখন পঞ্চায়েত নির্বাচনের দিন কী হয়, সেদিকেই তাকিয়ে সকলে।