কলকাতা: 'এত শান্তিতে মনোনয়ন, আগে কখনও হয়নি, মাত্র ৪টি বুথে অশান্তি'।মনোনয়ন প্রসঙ্গে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী। পঞ্চায়েতের মনোনয়ন পর্ব ঘিরে কার্যত তোলপাড় রাজ্য। ভোটের আগেই ১৩ দিনে খুন হয়েছেন ৮ জন। জল গড়িয়েছে রাজভবন পর্যন্ত। শান্তি ফিরিয়ে আনতে হস্তক্ষেপ করছে আদালতও। ঠিক তখনই মনোনয়ন পর্ব প্রসঙ্গে এমনটাই মন্তব্য করলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

রাজ্য নির্বাচন কমিশনার নিয়ে চূড়ান্তে পৌঁছেছে রাজ্যপাল-মুখ্যমন্ত্রী সংঘাত । ১৫ মিনিটের মধ্যেই মুখ্যমন্ত্রীর আক্রমণের জবাবে পাল্টা আক্রমণে রাজ্যপাল । রাজ্য নির্বাচন কমিশনারের নিয়োগের দায়িত্ব স্মরণ করিয়ে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী। 'এমন ঘটনা আগে কখনও ঘটেনি, এটা অভূতপূর্ব ঘটনা। উপর থেকে চাপিয়ে দেওয়া নয়, ফাইল ক্লিয়ার করে দিয়েছিলেন রাজ্যপাল। যত ঘাঁটাবে, যত পিছনে লাগবে, ভোট কিন্তু দেবে মানুষ', চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর । 'স্বচ্ছ ও অবাধ নির্বাচনের জন্য রাজ্য নির্বাচন কমিশনারকে নিযুক্ত করেছিলাম। মন্ত্রিসভার প্যানেল থেকে রাজ্য নির্বাচন কমিশনারকে নিযুক্ত করেছিলাম'। রাজীব সিন্হার নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রীকে পাল্টা জবাব দিয়েছেন রাজ্যপালও। যদিও রাজ্যপালের সঙ্গে সংঘাতে কমিশনারের পাশেই দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী । এ দিন কমিশনারের ইস্তফা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ' রাজীব সরে যাচ্ছে, এমন কোনও খবর নেই। 'রাজনৈতিকভাবে না পেরে এজেন্সিকে দিয়ে যা ইচ্ছে করে যাচ্ছে। আমরা লড়ে নেব, জিতে নেব, নাম না করে বিজেপিকেও আক্রমণে মমতা । 

কী বললেন মমতা

  • 'ইমপিচমেন্ট প্রক্রিয়ার মাধ্যমেই সরাতে হবে রাজ্য নির্বাচন কমিশনারকে'
  • ' রাজীব সরে যাচ্ছে, এমন কোনও খবর নেই'
  • 'এমন ঘটনা আগে কখনও ঘটেনি, এটা অভূতপূর্ব ঘটনা'
  • 'যাই করুক, শেষ কথা বলবে মানুষ, ভোটে জিতব আমরাই'
  • 'বাংলার পুলিশ যেকোনও রাজ্যের পুলিশের থেকে দক্ষ'
  • 'যত পিছনে লাগবে, মানুষ তার জবাব দেবে'
  • 'এত শান্তিতে মনোনয়ন, আগে কখনও হয়নি'
  • 'উপর থেকে চাপিয়ে দেওয়া নয়, ফাইল ক্লিয়ার করে দিয়েছিলেন রাজ্যপাল'
  • 'বাংলার পুলিশ যেকোনও রাজ্যের পুলিশের থেকে দক্ষ'
  • 'আমাদের পুলিশ যথেষ্ট স্মার্ট, ওরা যেন বেশি স্মার্টনেস না দেখায়'
  • 'যত পারে তত দিক, মানুষের চেয়ে তো বাড়বে না'
  • যাদের ভোট দেওয়ার, তারা ভোট দেবে

অন্যদিকে হাইকোর্টে ফের ভর্ৎসনার মুখে পড়েন রাজ্য নির্বাচন কমিশনার। কমিশনকে বিচারপতি অমৃতা সিন্হা প্রশ্ন করেন, 'নির্বাচন কমিশনার আছেন এখনও? শুনলাম রাজ্যপাল রাজ্য নির্বাচন কমিশনারের জয়েনিং রিপোর্ট ফিরিয়ে নিয়েছেন?' প্রশ্নের উত্তরে কমিশনের আইনজীবী বিচারপতিকে বলেন, 'নির্বাচন প্রক্রিয়া চলছে, কমিশনার আছেন, যেটা শুনছেন সেটা জল্পনা।