ইসলামপুর: পঞ্চায়েতের নির্ঘণ্ট (Panchayat Elections 2023)  ঘোষণা হওয়ার আগেই অসন্তোষ প্রকাশ করেছিলেন প্রকাশ্যে। সেবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে মুখ খুলেছিলেন (Abhishek Banerjee)। এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে বার্তা ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী (Abdul Karim Chowdhury)।  ইসলামপুরের নির্বাচনে মমতা যাতে হস্তক্ষেপ না করেন, কার্যতই হুঁশিয়ারি দিলেন। 


আসন্ন পঞ্চায়েত নির্বাচনে গোঁজ প্রার্থী নিয়ে দ্বন্দ্ব দেখা দিয়েছে তৃণমূলের অন্দরে। শনিবার কালীঘাটের বৈঠকেও সেই প্রসঙ্গ উঠে আসে। দলের টিকিট না পেয়ে নির্দল হিসেবে যাঁরা মনোনয়ন জমা দিয়েছেন, নাম প্রত্যাহার করে না নিলে কড়া পদক্ষেপ করা হবে, দলে কখনও আর ফেরত নেওয়া হবে না বলে কড়া বার্তা দেন মমতা। 


তার পরই রবিবার হুঁশিয়ারির সুর শোনা গেল আব্দুল করিমের গলায়। এদিন তিনি বলেন, "বিধায়কের কথা রাখলেন না মমতা।  আমাদের তৃণমূলের যাঁরা নির্দল হয়ে দাঁড়াচ্ছেন, আমি ওঁদের সমর্থনে প্রচারে যাব। যেটা আমি নিজের জন্য করতে পারতাম না, ওঁদের জন্য করব। মমতাদি আপনাকে অনুরোধ, ইসলামপুরের পঞ্চায়েত নির্বাচনে কোনওরকম হস্তক্ষেপ করবেন না। আমার সমান অধিকার আছে, যেটা আপনার আছে।"


আরও পড়ুন: Panchayat Elections 2023: সাদা থান পাঠানোর হুমকি, বিরোধীদের মনোনয়ন প্রত্যাহারে চাপ! জেলায় জেলায় অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে


প্রার্থিচয়ন নিয়ে আগেও নিজের অবস্থান জানিয়েছিলেন আব্দুল করিম। জানিয়েছিলেন, তিনি প্রার্থিতলিক তৈরি করে পাঠাবেন। তার গোটাটাই অনুমোদন করতে হবে। তা যদি না হয়, তাঁর পাঠানো তালিকায় নাম থাকবে যাঁদের, সকলে নির্দল হিসেবে দাঁড়াবেন। যদিও তার পরেও গতকাল কালীঘাট থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, দলের সিদ্ধান্তই চূড়ান্ত। গোঁজ প্রার্থীরা নাম না তুললে আর কখনও দলে ফিরতে পারবেন না তাঁরা। 


সেই আবহেই আজ ফের মুখ খোলেন আব্দুল করিম। তবে তাঁর এই মন্তব্য়ের পাল্টা বিবৃতি দিয়েছেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। কুণালের বক্তব্য, "উনি অনেক অভিজ্ঞ নেতা। বিধায়ক। তিনি অবাঞ্চিত মন্তব্য করেছেন। দল যাঁদের প্রতীক দিয়েছে, তাঁরাই তৃণমূলের প্রার্থী। তার বাইরে যাঁরা দাঁড়িয়েছেন, মনোনয়ন প্রত্যাহার করে নিন। আগামী দিনে সসম্মানে দলে জায়গা পাবেন। তার বাইরে যদি বিরোধিতা করেন কেউ, তা দলবিরোধী চরণ বলেই গন্য হবে।"


আব্দুল করিমের উদ্দেশে কুণাল বলেন, "একেবারে তৃণমূলস্তর থেকে আসা প্রার্থীদের দলের প্রতীক দেওয়া হয়েছে। আব্দুল করিম চৌধুরীকে অনুরোধ করব, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে যাঁরা প্রতীক পেয়েছেন, এমন কোনও মন্তব্য করবেন না। আপনি অনেক অভিজ্ঞ নেতা। সম্মান করি। যাঁরা দলের বাইরে গিয়ে মনোনয়ন জমা দিয়েছেন, প্রত্যাহার করিয়ে নিন। "