হাওড়া: ডোমজুড়ের অঙ্কুরহাটিতে তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রার্থীর (TMC Candidate) বাড়ি-গাড়ি ভাঙচুরের অভিযোগ। সশস্ত্র সিপিএম কর্মীরা (CPM Worker) বাড়িতে ঢুকে হামলা চালায় বলে অভিযোগ তৃণমূল প্রার্থীর। বাড়িতে বড় বড় ইট ছোড়া হয় বলেও অভিযোগ। তৃণমূল প্রার্থী শেখ সুলতানার অভিযোগ তাঁর বাড়ির লোককে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়েছে। অভিযোগ অস্বীকার করে সিপিএম-এর দাবি তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের ফলেই এই ঘটনা ঘটেছে।


প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকেই রাজ্য জুড়ে হিংসার ঘটনা শুরু হয় জেলায় জেলায়। মনোনয়ন পর্ব চলাকালীনও অশান্তির ঘটনার বহর বাড়তে থাকে। ভোটের আগে ও ভোটের দিন কম রক্তাক্ত হয়নি বাংলা। যা নিয়ে সরব হয়েছেন ইতিমধ্যেই রাজ্যের একাধিক দলের নেতা-নেত্রীরা। পাশাপাশি ছাপ্পা ভোট এবং রিগিং ঘিরেও হিংসার ঘটনা ছড়িয়ে পড়ে। এদিকে ইতিমধ্যেই এই ঘটনায় আজ রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশে পুনর্নিবাচন হয়েছে জেলায় জেলায়। যদিও হিংসা আজও অব্যহত। 


আর এবার বাংলার পঞ্চায়েত ভোটে বেলাগাম সন্ত্রাসকাণ্ডে আসছে কেন্দ্রীয় বিজেপির প্রতিনিধি দল (BJP Fact Finding Team)। বিজেপি সর্বভারতীয় সভাপতি শ্রী জগৎ প্রকাশ নাড্ডা জী পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে হিংসা কবলিত এলাকা পরিদর্শন করবার জন্য একটি কমিটি গঠন করলেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দল পরিস্থিতি ক্ষতিয়ে দেখে রিপোর্ট জমা করবেন। 


রাজ্যের পঞ্চায়েত ভোট ঘিরে হিংসার বহর ক্রমশ বেড়েছে।একের পর এক জেলার থেকে এসেছে খুনের খবর। আর এই হিংসা অধিকাংশ ক্ষেত্রেই আসন লাভের আশায়। একের পর এক বুথে চলেছে দেদার ছাপ্পা ভোট। কোথাও দেখা গিয়েছে বেধড়ক মার, ভয়ে চোখের জল বের হতেও দেখা গিয়েছে। সব মিলিয়ে যার জেরে রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশে এদিকে আজ মুর্শিদাবাদ-সহ প্রায় ৭০০ বুথে হচ্ছে পুনর্নির্বাচন। যদিও ছাপ্পা ভোটে নেই বিরাম আজও। আবার ফ্রেমে ফিরেছে হাসিমুখে ছাপ্পা ভোটের কাণ্ড কারখানা। যদিও গোটা ঘটনায় আজ দুপুরে তৃণমূল সুপ্রিমোকে তীব্র আক্রমণ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী


আরও পড়ুন, 'খোকাবাবুর কিছু হবে না, দিদি মোদিকে ম্যানেজ করতে জানে', মন্তব্য অধীরের


প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের দিন একাধিক অভিযোগ তুলে রাজ্য নির্বাচন কমিশনে গিয়ে তালা ঝুলিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এবং  মামলা করার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। পাশাপাশি গতকাল দক্ষিণ দিনাজপুরের তপনে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে পুলিশের বচসা বেধেছিল। বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগে সরব হন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তিনি গতকাল সুকান্ত মজুমদার বলেছিলেন, নির্বাচন কমিশনের মদতে ভোটের দিন ভোট লুঠ, ছাপ্পা, মানুষের অত্যাচার, খুন করার পর ভোট পরবর্তী সময়ে দক্ষিণ দিনাজপুর জেলায় বিশেষ করে তপন বিধানসভার অন্তর্গত এলাকায়..বিজেপি কার্যকর্তা ও গনতন্ত্র প্রেমী মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রাণনাশের হুমকি দিচ্ছে তৃণমূলের জল্লাদ বাহিনী।'