কলকাতা: ভোট হয়ে গেলেও এখনও ভোট পরবর্তী সন্ত্রাস (Post Poll Violence) চলছে এলাকায়। এরই প্রতিবাদে মুর্শিদাবাদ ও মালদায় কংগ্রেসের বিক্ষোভ। ভোট মিলটেও বেলডাঙার বিভিন্ন জায়গায় নেতা কর্মীদের বাড়িতে হামলা চালানোর অভিযোগ কংগ্রেসের। ভোট লুঠের অভিযোগে মালদার রথবাড়িতেও দলীয় সাংসদের নেতৃত্বে পথ অবরোধ কংগ্রেসের।


জেলায় জেলায় প্রতিবাদ কংগ্রেসের: পঞ্চায়েত ভোটে (Panchayat Elections 2023) অবাধে ভোট লুঠ ও খুনের প্রতিবাদে মালদার ইংরেজবাজারে কংগ্রেসের পথ অবরোধ। রথবাড়ি এলাকায় ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে চলছে বিক্ষোভ। নেতৃত্বে মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ আবু হাশেম খান চৌধুরী। এরপর জেলাশাসকের দফতর ঘেরাও করারও কর্মসূচি রয়েছে কংগ্রেসের। ভোটের পরেও মুর্শিদাবাদে সন্ত্রাস অব্যাহত। প্রতিবাদে বেলডাঙা থানার সামনে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল কংগ্রেস কর্মীরা। লাঠিচার্জ করে কংগ্রেস কর্মীদের হঠিয়ে দেয় পুলিশ। কংগ্রেসের দাবি, বেলডাঙা ১ নম্বর ব্লকে বেলাগাম সন্ত্রাস চালিয়েছে তৃণমূল। একাধিক বুথে ভোট লুঠ হয়েছে। কংগ্রেস নেতা, কর্মীদের বাড়িতে চলছে হামলা। সন্ত্রাস-যোগ অস্বীকার তৃণমূলের।


ভোট সন্ত্রাসের প্রতিবাদে দুর্গাপুর শহরে কংগ্রেসের পথ অবরোধ। ১৯ নম্বর জাতীয় সড়ক লাগোয়া দুর্গাপুর পুরসভা মোড়ে অবরোধ শুরু করেন কংগ্রেস কর্মীরা। টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করা হয়। পুলিশ গিয়ে মিনিট ১৫ পর অবরোধকারীদের সরিয়ে দেয়। গ্রাম বাংলায় পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে সন্ত্রাসের প্রতিবাদে কলকাতায় পথে নামল কংগ্রেস। প্রতীকী শবদেহ নিয়ে বৌবাজারে মিছিল করলেন আইএনটিটিইউসি কর্মীরা।


রাজ্যে ভোট-হিংসায় ফের মৃত্যু: এদিকে উত্তর দিনাজপুরের (North Dinajpur) গোয়ালপোখর ব্লকের সাহাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় আরও একজনের দেহ উদ্ধার হল। মৃতের নাম সামসুল হক। গতকাল রাত ১১টা নাগাদ জাগিরবস্তির নয়াহাট এলাকা থেকে সামসুলের ত্রিপলে জড়ানো ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ। কংগ্রেসের দাবি, নিহত ব্যক্তি তাদের সক্রিয় কর্মী। এর আগে সন্ধে ৬টা নাগাদ এই এলাকা থেকেই কংগ্রেস কর্মী মহম্মদ জামিরুদ্দিনের দেহ উদ্ধার হয়। দুটি মৃত্যুতেই অভিযোগের তির তৃণমূলের দিকে। যদিও নিহত ২ জনকে তাদের সমর্থক বলে দাবি করেছে শাসকদল। এই নিয়ে ভোটের দিন বাংলায় হিংসার বলি ১৬ জন। পঞ্চায়েত ভোট ঘোষণার পর ৩১ দিনে মৃত্যু হল ৩৬ জনের। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: Vastu Tips : সপ্তাহের এই ২ দিন ধূপকাঠি জ্বালাবেন না, ঋণের ফাঁদে পড়তে পারেন; হতে পারে পিতৃ দোষও!