অর্ণব মুখোপাধ্য়ায়, মলয় চক্রবর্তী ও প্রদ্য়োৎ সরকার: পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Elections 2023) তাঁর 'অতিসক্রিয়তা' নিয়ে সরব হয়েছে তৃণমূল। রাজ্যপাল এক্তিয়ার বহির্ভূত কাজ করছেন বলে কমিশনকে চিঠিও দিয়েছে তারা (CV Ananda Bose)। তবে তৃণমূল একা নয়, তাদের সুরে গলা মিলিয়ে রাজ্যপালকে বেনজির ভাবে আক্রমণ করল CPM. যদি ওের নেপথ্যে গোপন আঁতাতও দেখছে তারা। তাদের দাবি, তৃণমূল (TMC)-বিজেপি যোগসাজশের অংশ রাজ্য়পাল। প্রত্য়াশিত ভাবে এই বিতর্কে রাজ্য়পালের পাশে দাঁড়িয়েছে বিজেপি (BJP)। আর এই সব কিছুই ঘটল একই দিনে। 


রাজ্যপালের ভূমিকায় সমালোচনায় সরব CPM


নির্বাচনী-হিংসার আবহে গ্রাউন্ড জিরোয় পৌঁছে কড়া বার্তা দিচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কথা বলছেন স্বজনহারাদের সঙ্গে। কড়া বার্তা দিচ্ছেন রাজ্যের তৃণমূল সরকারকে। সেই নিয়ে উত্তাল হয়ে উঠেছে বঙ্গ রাজনীতিও। সাংবিধানিক পদে থেকে রাজ্যপাল ভোট নিয়ে অতিসক্রিয়তা দেখাচ্ছেন, সংবিধান বহির্ভূত ভাবে সমান্তরাল সরকার চলানোর চেষ্টা করছেন বলে অভিযোগ তৃণমূলের। রাজ্যপাল উপদ্রুত এলাকায় গিয়ে নিজে অশান্তি ছড়াচ্ছেন বলে দাবি কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের। 


সেই আবহেই মুখ খুলেছে সিপিএম। তৃণমূল-বিজেপি গোপন আঁতাতের অংশ রাজ্যপাল, এমনই দাবি করেছে তারা। মঙ্গলবার দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Mohammed Salim) বলেন, "পকেটমারদের দল থাকে। একজন ধরা পড়লে অন্য়রা মারুন মারুন বলে বার করে নিয়ে যায়। এটাও তৃণমূল-বিজেপি-র অ্য়ালায়েন্স। রাজ্য়পাল পকেটমার টিমের সদস্য়।"


আরও পড়ুন: Deganga News: তৃণমূলকর্মীর স্কুল পড়ুয়া ছেলেকে খুনের অভিযোগ, প্রতিবাদে চলল ভাঙচুর, অগ্নিসংযোগ

রাজ্য়পালের একের পর এক পদক্ষেপ নিয়ে সোমবারই রাজ্য় নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল। তাতে রাজ্যপালের বিরুদ্ধে এক্তিয়ার বহির্ভূত কাজ এবং আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও তোলা হয়েছে। মঙ্গলবার রাজ্য়পালকে ফের কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূল বিধায়ক মদন। বলেন, "ভোটের পর কর্পোরেশন থেকে জল ছিটিয়ে রাজভবনটা পরিষ্কার করতে হবে।" এর মধ্যে যদিও আঁতাঁতের ছায়া দেখতে পাচ্ছে সিপিএম।


রাজ্যপালের পাশে থাকার বার্তা BJP-র

যদিও এই পরিস্থিতিতে রাজ্যপালের পাশে দাঁড়িয়েছে বিজেপি। দলের মুখপাত্র শমীক ভট্টাচার্যের দাবি, রাজ্যপাল একেবারে সঠিক কাজই করছেন। তাই আক্রমণের মুখে পড়তে হচ্ছে তাঁকে। তবে শুধু পঞ্চায়েত নির্বাচন নয়, এর আগে রামনবমীর মিছিল ঘিরে অশান্তির পর ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন রাজ্য়পাল। পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে হিংসার ক্ষেত্রেও সেই পথে হেঁটেছেন তিনি।