পাইকর: পঞ্চায়েত নির্বাচনে ভোটগ্রহণের দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে আক্রমণের ঝাঁঝ (Panchayat Elections 2023)। শাসক-বিরোধীর মধ্যে বাক্যবাণ বিনিময় চলছেই। সেই আবহে হিন্দি ছবির সংলাপ শোনা গেল রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের গলাতেও। বীরভূমে তৃণমূলের হয়ে প্রচারে গিয়ে উল্লেখ করলেন বলিউড ছবি 'দিওয়ারে'র (Deewar)। দিল্লিতে কোনও এক 'বিরাট নেতা'র সঙ্গে নিজের কথোপকথনকে 'দিওয়ার' ছবির অমিতাভ বচ্চন এবং শশী কপূরের কায়দাতেই তুলে ধরলেন ফিরহাদ (Firhad Hakim)।
গরুপাচারকাণ্ডে অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর বীরভূমে তৃণমূলের সংগঠন নিয়ে প্রশ্ন উঠছে (Birbhum News)। সেই আবহে জমি ধরে রাখার চেষ্টায় মরিয়া চেষ্টা চালাচ্ছে জোড়াফুল শিবির। দলের ছোট-বড় সব নেতাই ঝাঁপিয়ে পড়েছেন প্রচারে। শনিবার সেখানকার পাইকরে সভা করেন ফিরহাদও। সেখানেই 'দিওয়ার' ছবির উল্লেখ করেন তিনি। দিল্লির এক 'বিরাট নেতা'র সঙ্গে কথোপকথনের উল্লেখ করতেই ছবির বিখ্যাত সংলাপ উঠে আসে তাঁর মুখে।
দিল্লির এক 'বিরাট' নেতা তাঁকে তাচ্ছিল্য করেছিলেন বলে দাবি করেন ফিরহাদ। সেই প্রসঙ্গে বলেন, "দিওয়ার' ছবিটা দেখেছেন তো! অমিতাভ কী বলেছিলেন! 'মেরে পাস পয়সা হ্যায়, গাড়ি হ্যায়, বাংলো হ্যায়, তুমহারে পাস ক্যায়া হ্যায়?' উত্তরে শশী কপূর বলেছিলেন, 'মেরে পাস মা হ্যায়'। দিল্লির এক বিরাট নেতা আমাকে বলছিলেন, 'ববি হাকিম ফাটা পাঞ্জবি পরে ঘুরছে। আমাদের কাছে সিবিআই, ইডি, সিআরপিএফ, সিআইএসএফ আছে, শক্তি আছে, তোমার কাছে কী আছে?' আমি বলেছিলাম, আমার কাছে জনগণ আছে।"
বীরভূমে তৃণমূলের সংগঠন নিয়ে যে সময় প্রশ্ন উঠছে, সেই নিয়ে এ দিন বার্তাও দিতে শোনা যায় ফিরহাদকে। বলেন, "টিকিট না পেয়ে কেউ কেউ অতৃপ্ত আত্মায় পরিণত হয়েছেন।মানুষের কাজ করতে টিকিট লাগে না। কিন্তু টিকিট না পেয়ে এঁরা টুকটুক করে হেঁটে গিয়ে বলছেন, 'আমাকে একটা সিপিএম-এর টিকিট দেবেন? একটা কংগ্রেসের টিকিট দেবেন?' তার মানে এঁদের কোনও নীতি-আদর্শ নেই। যখন যেমন, তখন তেমন। অর্থাৎ শুভেন্দু অধিকারী যা, তুমিও তা। আজ সিপিএম, কংগ্রেসের টিকিট চাইলে, বিপদে পড়ে বিজেপি-র টিকিটও চাইতে পারও কাল। এরা নীতীভ্রষ্ট।"
এ দিন ফিরহাদ জানান, তৃণমূলে ছোট-বড় বলে কিছু নেই। মমতার নেতৃত্বে বিশ্বাস রয়েছে সকলের। মমতা রয়েছেন মানে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নিশ্চিত ভাবে লড়াই সম্ভব। ফিরহাদের কথায়, "দিল্লিতে বার্তা যাবে, মমতার ক্ষমতা হালকা হয়ে গিয়েছেয আর ভোট নেই। সেই সময়ই বাংলাকে ঝাঁপিয়ে পড়তে হবে। কেউ টিকিট পায়, কেউ পায় না। তৃণমূল কিন্তু মানুষের কাজ করে যাবে। ভোট ভাগ করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বিশ্বাস রাখুন, তিনি কোনও অন্যায় করতে পারেন না। যারা গুন্ডামি করবে, পুলিশকে বলব শক্ত হাতে আইনশৃঙ্খলা দেখুন। ভয় পাবেন না।"