ভাস্কর মুখোপাধ্যায়, ময়ূরেশ্বর: দলের অন্দরেও কটাক্ষের মুখে পড়তে হয়েছিল তাঁকে। বাইরে থেকে বাক্যবাণ তো ছিলই। বিজেপি-র হয়ে ভোটে দাঁড়িয়েও পাননি কোনও সুযোগ-সুবিধা। দেওয়াললিখন, পোস্টারের পরিবর্তে তাই মৌখিক প্রচারই সারতে হয় তাঁকে। কিন্তু দিনের শেষে সবকিছুর মোক্ষম জবাব দিলেন দুধকুমার মণ্ডল (Dudh Kumar Mondal)। অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) গড় বীরভূমে (Birbhum News) জয়ী হলেন তিনি। ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতে বিজেপি-র প্রার্থী হয়েছিলেন তিনি। মঙ্গলবার ফলাফল বেরোতেই বিজয়ী ঘোষিত হন দুধকুমার। (Panchayat Elections Result 2023)
গরুপাচার মামলায় তখনও জেলে যাননি অনুব্রত। বীরভূমের সর্বত্র প্রবল দাপট তাঁর। তার মধ্যে থেকেও বীরভূমে বিজেপি-র জন্য জমি তৈরিতে হাত দেন দুধকুমার। তাঁর হাতেই সেখানে সংগঠন দাঁড় করাতে সক্ষম হয় বিজেপি। কিন্তু সেই দুধকুমারই বেশ কিছুদিন ধরে বিজেপি-তে কোণঠাসা হয়ে পড়েছিলেন বলে শোনা যাচ্ছিল। জেলা এবং ব্লক কমিটিতে রদবদল নিয়ে সুকান্ত মজুমদারের সঙ্গে তাঁর মতভেদ দেখা দেয়।
সেই সময় প্রকাশ্যেই দলের বিরুদ্ধে মুখ খোলেন দুধকুমার। বিজেপি-র সংসদীয় রাজনীতির সঙ্গে যে খাপ খাওয়াতে সমস্যা হচ্ছে, তা স্পষ্ট বোঝা গিয়েছিল তাঁর কথায়। শোকজ করা হয় তাঁকে। দলের তরফে সভা-সমিতিতে যেতে নিষেধ করাও হয়। দলের তরফে তাঁকে প্রার্থী করা নিয়ে ধন্দও দেখা দেয়, যা নিয়ে প্রকাশ্যে তা নিয়ে মুখ খোলেন দুধকুমার নিজেও।
আরও পড়ুন: Panchayat Election Result 2023 : ভাঙড়ে আরাবুলের পঞ্চায়েত হাতছাড়া তৃণমূলের !
এর পর দুধকুমার জানান, বিজেপি টিকিট না দিলে নির্দল প্রার্থী হিসেবেই ভোটে দাঁড়াবেন তিনি। তা পর যদিও তাঁকে টিকিট দেয় বিজেপি। অভিমানেই নির্দল হওয়ার কথা বলেছিলেন। কিন্তু দলের টিকিট পেয়ে যে খুশি বাধ মানছে না, সে কথাও বুঝিয়ে দেন। কিন্তু দীর্ঘদিনের নেতা হিসেবে যে সুযোগ-সুবিধা প্রাপ্য ছিল, তা পাননি দুধকুমার। তাই মৌখিক প্রচারেই জোর দেন। আর তাতেই জয় ছিনিলে নিলেন তিনি।
একসময় বিজেপি-র অভিভাবক সংস্থার রাষ্ট্রীয় স্বয়ম সেবক সঙ্ঘের প্রচারক ছিলেন দুধকুমার।১৯৮৮ সালে প্রথম বার ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য হন। ২০১৮ সালেও তিনি পঞ্চায়েত নির্বাচনে জয়ী হন। তবে পঞ্চায়েতে সফল হলেও, ২০১১, ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে পরাজিত হন দুধকুমার। ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও পরাজিত হন। তবে বীরভূমে বিজেপি-র প্রসার ঘটে তাঁর হাতেই।