ডমিনিকা: আজ থেকে ডমিনিকায় শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট (IND vs WI 1st Test)। ২০১১ সালের পর ফের একবার ডমিনিকায় টেস্ট খেলবে ভারতীয় দল (Team India)। ১২ বছর আগে ভারতীয় দলের অংশ দুই তারকা এবারও ভারতীয় দলের সদস্য। বিরাট কোহলি (Virat Kohli) বর্তমান ভারতীয় দলের সবথেকে সিনিয়র খেলোয়াড়দের একজন। ওই ম্যাচের আরেক সদস্য রাহুল দ্রাবিড় (Rahul Dravid) আবার টিম ইন্ডিয়ার কোচ। ১২ বছর পর ফের একবার একই মাঠে খেলতে নেমে অতীতের স্মৃতিচারণায় দুই তারকা।
২০১১-র ক্যারিবিয়ান সফরেই নিজের টেস্ট অভিষেক ঘটান বিরাট। ডমিনিকায় এতদিন পর ফিরে ফের একবার সেই সিরিজের স্মৃতিতে ডুবলেন তিনি। বিসিসিআইয়ের পোস্ট করা এক ভিডিওতে বিরাট বলেন, 'ডমিনিকায় সাজঘরে ফিরে এবং অনুশীলন করতে নেমে আমার আবার টেস্ট ক্রিকেটার হিসাবে আমার প্রথম সিরিজের কথা মনে পড়ে গিয়েছিল। এই দেশেই তো শুরুটা হয়েছিল। ১২ বছর পর শতাধিক টেস্ট খেলে আবার এখানে ফিরছি। দারুণ এক অনুভূতি। এমনটা হবে আমি ভাবতেও পারিনি। আমরা সকলেই রাহুল ভাইকে (দ্রাবিড়) অনুসরণ করতাম। আমরা খুবই ভাগ্যবান। জীবন পরিপূর্ণ হয়েছে এবং এটা দারুণ অভিজ্ঞতা।'
রাহুল দ্রাবিড়ের অভিজ্ঞতাটাও অনেকটা একইরকম। উচ্ছ্বসিত দ্রাবিড় বলেন, '২০১১ সালের পর কোচ হিসাবে এখানে ফেরাটা সত্যিই বিশেষ অনুভূতির। বিরাটই ওই ট্যুরে দলে থাকা একমাত্র ক্রিকেটার যিনি এখনও খেলা চালিয়ে যাচ্ছেন। ২০১১ থেকে এখন পর্যন্ত বিরাট নিজের এই লম্বা সফর নিয়ে নিশ্চয়ই গর্বিত হবে। তরুণ সদস্য থেকে দলের ক্রিকেটার ওরা এই সফরটা দেখতে পাওয়ার অনুভূতিটা দারুণ। ২০১১ সালে ও ওয়ান ডেতে কয়েকটা ভাল ইনিংস খেললেও, টেস্ট খেলাটা সবে শুরু করেছিল। তবে ও যে আর পাঁচজনের থেকে পৃথক, সেটা তখন থেকেই বোঝা যাচ্ছিল। আমি যে ওকে কোচিং করাব, সেটা ভাবিনি। এখন আমি তরুণ একজন কোচ এবং ও শতাধিক টেস্ট খেলা ক্রিকেটার। খেলাটা ঘুরে গিয়েছে।'
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হারের প্রায় মাসখানেক পরে ফের একবার মাঠে নামছে ভারতীয় দল। প্রথম টেস্টে যশস্বী জয়সওয়াল অভিষেক ঘটাচ্ছেন। মুকেশ কুমারও অভিষেক ঘটাতে পারেন। তাই ভারতীয় ক্রিকেটপ্রেমীরা এই সিরিজের দিকে বিশেষ নজর রাখবেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: ভাল গান শুনে গায়ে কাঁটা দেয় আপনার? জানেন এর পিছনে বৈজ্ঞানিক কারণ?