অরিত্রিক ভট্টাচার্য, আবির দত্ত ও ভাস্কর মুখোপাধ্য়ায়, জলপাইগুড়ি-আলিপিরদুয়ার : ভোট শেষ। কিন্তু এখনও কাটছে না আতঙ্ক। আলিপুরদুয়ারের ফালাকাটায় ঘরছাড়া বেশ কয়েকজন বিজেপি (BJP) কর্মী। অভিযোগ, তৃণমূলের ভয়ে ঘরে ফিরতে পারছে না জলপাইগুড়ির রাজগঞ্জের বেশ কয়েকটি সিপিএম (CPM) পরিবারও। অন্য়দিকে, জয়ী প্রার্থীদের কেনাবেচা আটকাতে সিউড়িতে বিজেপির জেলা পার্টি অফিসে রাখার ব্যবস্থা করেছে বিজেপি (BJP)।


পঞ্চায়েত (Panchayat Election 2023) ভোট শেষ। ফলাফলও কার্যত পরিষ্কার। কিন্তু এখনও কাটেনি ভোট-আতঙ্ক। কোথাও ঘরছাড়া বিরোধীরা। কোথাও আবার জয়ী প্রার্থীর কেনাবেচা ঠেকাতে, তাদের রাখা হল পার্টি অফিসে (Party Office)। মঙ্গলবার ভোটের ফল ঘোষণার পরই আলিপুরদুয়ারের (Alipurduar) ফালাকাটা ব্লকের বালাসুন্দর গ্রামে তাণ্ডব চলে। শুরু হয় বোমাবাজি। ভাঙচুর। বিজেপি কর্মীকে লক্ষ্য করে চকোলেট বোমা ছোড়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আহত বিজেপি কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আতঙ্কে পরিবার নিয়ে ঘরছাড়া বেশ কয়েকজন বিজেপি কর্মী, সমর্থক।


অন্য়দিকে, জলপাইগুড়ির রাজগঞ্জে ঘরছাড়া বেশ কয়েকটি সিপিএম পরিবার। শনিবার, ভোটের দিন সন্ন্যাসীকাঁটা গ্রাম পঞ্চায়েতে সিপিএমের সমর্থনে ভালই ভোট পড়েছিল। অভিযোগ, এরপরই বিকেলে তৃণমূল ছাপ্পা দিতে শুরু করে। একদল দুষ্কৃতী এসে ব্যালট লুঠ করে পালিয়ে যায়। সোমবার সেখানে আবার ভোট হয়। কিন্তু এদিন আর সিপিএমকে ধারেকাছে ঘেঁষতে দেওয়া হয়নি বলে অভিযোগ। শুধু তাই নয়, অভিযোগ, সিপিএম কর্মীদের হুমকি দিয়ে এলাকা ছাড়া করা হয়। 


আট তারিখ ভোট। সেই থেকে ঘরছাড়া। রেজাল্ট বেরিয়ে গেল, তারপরও ঘর ছাড়া। অন্য়দিকে, বিজেপির জয়ী প্রার্থীদের ভয় দেখিয়ে কেনাবেচা আটকাতে সিউড়িতে বিজেপির জেলা পার্টি অফিসে তাদের রাখার ব্যবস্থা করল জেলা বিজেপি। পার্টি অফিসের দোতলার একটি ঘরে তাদের রাখা হয়েছে। সেখানে রয়েছে কড়া নিরাপত্তা। পার্টি অফিসের গেটে তালা। টাঙানো হয়েছে পর্দা। যখন খুশি সেখানে ঢোকা-বেরনো যাবে না। রীতিমতো পরিচয় পত্র দেখিয়ে ঢুকতে হচ্ছে পার্টি অফিসে। 


ভোটের দিন ঘোষণা থেকে গত ৩৫ দিনে প্রায় ৫০ জন মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু। ভোট শেষ হলেও ভয়ের পরিবেশ এখনও কাটল না!


আরও পড়ুন- পঞ্চায়েতে সবুজ ঝড়, ২০ টি জেলা পরিষদই ফের তৃণমূলের দখলে, ঝুলিতে ৫১ শতাংশ


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial