WB Panchayat Poll Result Live: পঞ্চায়েতে সবুজ ঝড়, ২০টি জেলা পরিষদই তৃণমূলের দখলে
Panchayat Elections Result 2023: পঞ্চায়েত ভোটের ফলাফল নিয়ে যাবতীয় খবরের আপডেট দেখুন এখানে
পঞ্চায়েতে সবুজ ঝড়, ২০টি জেলা পরিষদই তৃণমূলের দখলে। ভোট শতাংশের নিরিখে বিরোধীদের বহু আগে তৃণমূল কংগ্রেস।
গণনা ঘিরে মঙ্গলবার মাঝরাতে ফের অগ্নিগর্ভ হয়ে উঠল ভাঙড়। দুই আইএসএফ কর্মী ও এক নিরীহ ভোটারের মৃত্যু হল। গুলিবিদ্ধ হলেন এক পুলিশ কর্তা ও তাঁর দেহরক্ষী। এদিকে, ঘটনাস্থলের চারপাশ থেকে এদিন উদ্ধার করা হল প্রচুর বোমা। জারি করা হয়েছে ১৪৪ ধারা।
বুধবার মুর্শিদাবাদের সাগরদিঘির আক্রান্ত কংগ্রেস কর্মীর মৃত্যু। ভোটের দিন তৃণমূলের সঙ্গে সংঘর্ষ, আহত কংগ্রেস কর্মীর মৃত্যু। বুথ দখলের প্রতিবাদ, বাঁশ দিয়ে কংগ্রেস কর্মীর উপর হামলা। আজ আক্রান্ত কংগ্রেস কর্মী রাজেশ শেখের মৃত্যু এসএসকেএমে
হুগলির আরামবাগে পরাজিত তৃণমূল প্রার্থীর বাবার মাথায় ধারাল অস্ত্রের কোপ। আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তৃণমূলের জেলা সহ সভাপতির গাড়ি ভাঙচুর, গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বিজেপির পাল্টা দাবি, হেরে যাওয়ার পর বহিরাগতদের নিয়ে এলাকায় ঢুকে গন্ডগোল পাকানোর চেষ্টা করে তৃণমূল।
কেন্দ্রীয় বাহিনী ছিল, তাও কেন ভাঙড়ে কেন গন্ডগোল হল? প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, উত্তপ্ত ভাঙড়ে আজ সকালে প্রচুর বোমা উদ্ধার করে পুলিশ ও সিআইডির বম্ব স্কোয়াড।
পঞ্চায়েতে সবুজ ঝড়, ২০টি জেলা পরিষদই তৃণমূলের দখলে। ভোট শতাংশের নিরিখে বিরোধীদের বহু আগে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের প্রাপ্ত ভোট ৫১ শতাংশ। বহু পিছনে থেকে বিজেপির প্রাপ্ত ভোট ২৩ শতাংশ, বামেদের প্রাপ্তি ১৩ শতাংশ ভোট, কংগ্রেসের ৬ শতাংশ । অন্যান্য দলের প্রাপ্তি ৭ শতাংশ ভোট
ভোটে বেলাগাম সন্ত্রাস নিয়ে সরব মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। 'আমি হিংসার তীব্র বিরোধী', ভোট সন্ত্রাস নিয়ে প্রতিক্রিয়া মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের
ভোট শেষ হলেও সন্ত্রাসের শেষ নেই। মালদার রতুয়ায় খুন কংগ্রেস কর্মী
ভোট শেষ, এখনও বারুদের স্তূপে বীরভূম। বীরভূমের সাঁইথিয়ায় উদ্ধার বালতি ভর্তি সকেট বোমা। ঘটনাস্থল থেকে উদ্ধার বোমা তৈরির মশলা, আটক ১
মনোনয়ন পর্ব থেকে শুরু, রাজ্যে ৩৫দিনে ভোটের বলি ৪৭!
রানাঘাটের রামনগরে নির্দল প্রার্থীর বাড়িতে হামলা, গুলি চালানোর অভিযোগ। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে নির্দল প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ
ভোটের বাংলায় মৃত্যুমিছিল, রাজ্যে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম
রাজ্য নির্বাচন কমিশনের প্রতিক্রিয়া পর্যাপ্ত নয়, শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলায় প্রাথমিক পর্যবেক্ষণ হাইকোর্টের
'নবজোয়ারে শান্তির বার্তা না দিলে আর বড় ঘটনা ঘটত' মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের
মনোনয়ন পর্ব থেকে শুরু, রাজ্যে ৩৫দিনে ভোটের বলি ৪৭! ভোট পরবর্তী হিংসায় অগ্নিগর্ভ কুলপি। দফায় দফায় তৃণমূল-আইএসএফ সংঘর্ষ।
নিহত ১৯ জনের পরিবারকে হোমগার্ডের চাকরি, সঙ্গে আর্থিক সাহায্য়ের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী
নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে কড়া আক্রমণ, মুখ্যমন্ত্রীর।
গণনার দ্বিতীয় দিনও লাগাম পড়ল না মৃত্য়ুমিছিলে। যমে-মানুষে টানাটানির পর মারা গেলেন কংগ্রেস কর্মী রাজেশ শেখ। নির্বাচনের দিন আক্রান্ত হয়েছিলেন মুর্শিদাবাদের ওই কংগ্রেস কর্মী।
পর পর মৃত্যু। ভোটগণনার দ্বিতীয় দিনেও থামছে না রক্তপাতের ধারা। গত ৩৫ দিনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৭।
বারুদের স্তূপে ভাঙড়। বিভিন্ন জায়গা থেকে উদ্ধার বোমা।
ভোট ঘিরে বিরামহীন সন্ত্রাস, রাজ্যে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। '৩৫৫-এর দাবি যুক্তি সঙ্গত, গণতন্ত্র বিপন্ন হলে দেখার দায়িত্ব কেন্দ্রের। ভোট ঘিরে এত সংঘর্ষ, এত মৃত্যু, বোমা, গুলি, এটাই কি কাম্য?'প্রশ্ন বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্য রবিশঙ্কর প্রসাদের
পঞ্চায়েত ভোটের ফল ঘোষণার পরেই ফের দক্ষিণ ২৪ পরগনায় তৃণমূল কর্মীকে খুন
মনোনয়ন থেকে গণনা, ৩৫ দিনে ভোট সন্ত্রাসের বলি ৪৫। গণনা পর্বের শেষে ভাঙড়ে ভোট হিংসার বলি আরও ৩। ভাঙড়ে বোমাবাজি, বেঘোরে প্রাণ গেল গ্রামবাসীর! কাঁঠালিয়া স্কুলে গণনা কেন্দ্রের সামনেই বোমাবাজি, গুলি। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ২ আইএসএফ কর্মী হাসান মোল্লা, রেজাউল গাজির। জেলা পরিষদের ভোট গণনাকে কেন্দ্র করে গন্ডগোল শুরু। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ আইএসএফ কর্মীদের। গতকাল রাতভর ভাঙড়ে ব্যাপক বোমাবাজি, চলে গুলিও। গুলিবিদ্ধ হন বারুইপুরের অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়ার্টার মাকসুদ হাসান।
পঞ্চায়েত ভোটের ফল ঘোষণার পরেই ফের দক্ষিণ ২৪ পরগনায় তৃণমূল কর্মীকে খুন। বিজেপির বিরুদ্ধে ট্যুইটে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। রায়দিঘির চাঁদপাশা এলাকা থেকে উদ্ধার তৃণমূল কর্মী বিপ্লব হালদারের ক্ষতবিক্ষত দেহ। মথুরাপুর ২ নম্বর ব্লকের কাশীনগর গ্রাম পঞ্চায়েতের চাঁদপাশা এলাকার ১০৫ নম্বর বুথের বাসিন্দা ছিলেন বিপ্লব
জাঙ্গিপাড়ার পঞ্চায়েত রিটার্নিং অফিসারকে সশরীরে এজলাসে তলব। চলতি পঞ্চায়েত নির্বাচনে প্রথম কোনও রিটার্নিং অফিসারকে এজলাসে তলব। কীভাবে ব্যালট পেপার বাইরে বেরোয়? কৈফিয়ত চাইলেন বিচারপতি অমৃতা সিনহা। বৃহস্পতিবার দুপুর দুটোয় পঞ্চায়েত রিটার্নিং অফিসারকে এজলাসে তলব
'নির্বাচন সংক্রান্ত সব নথি সংরক্ষণ করতে হবে, ব্যালট, সিসিটিভি ফুটেজ সহ সব তথ্য সংরক্ষণ করবে নির্বাচন কমিশন', শুভেন্দু অধিকারীর মামলায় নির্দেশ হাইকোর্টের।
রাজ্য নির্বাচন কমিশনের প্রতিক্রিয়া পর্যাপ্ত নয়, শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলায় প্রাথমিক পর্যবেক্ষণ হাইকোর্টের। আজকেও কমিশনের কেউ আদালতে নেই, তারা কেন সক্রিয় নয়? প্রশ্ন প্রধান বিচারপতির। 'পুনরায় নির্বাচনের জন্য কমিশনের কাছে দেওয়া তালিকা অনুযায়ী কী সিদ্ধান্ত তা জানানো প্রয়োজন ছিল। খুব দুঃখের যে, ফল ঘোষণার পরে রাজ্য অশান্তি আটকাতে পারছে না, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না। যদি রাজ্য তার বাসিন্দাদের নিরাপত্তা দিতে না পারে তাহলে সেটা উদ্বেগের। মামলার ভবিষ্যতের উপর জয়ী প্রার্থীদের ভাগ্য নির্ভর করবে, এটা মনে রাখতে হবে, পর্যবেক্ষণ আদালতের। নির্বাচন সংক্রান্ত সব নথি সংরক্ষণ করতে হবে। ব্যালট, সিসিটিভি ফুটেজ সহ সব তথ্য সংরক্ষণ করবে নির্বাচন কমিশন,' সব অভিযোগ নিয়ে রাজ্য ও কেন্দ্র ও রাজ্য নির্বাচন কমিশনের হলফনামা তলব। ২০ জুলাই এই মামলার পরবর্তী শুনানি।
ভোটে বেলাগাম সন্ত্রাস নিয়ে সরব মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি বলেন, 'আমি হিংসার তীব্র বিরোধী, আমিও পঞ্চায়েত ভোট করেছি, কিন্তু রিগিং করতে দিইনি। আমি মানুষের রায়ে জিতব, জোর করে জিতে লাভ কী? এটা অর্নির্দিষ্টকাল চলতে পারে না, মমতার সঙ্গে এই নিয়ে কথা বলব।'
ভাঙড়ের হিংসা নিয়ে গতকাল অসংখ্য ফোন আসে রাজভবনের পিস রুমেও। অধিকাংশ ফোনই করেছিলেন সাধারণ মানুষ, দাবি রাজভবনের তরফে। যে অভিযোগ জানানো হয়েছিল তা সংশ্লিষ্ট দফতরে জানিয়ে দেওয়া হয়েছে বলে দাবি।
ভোট ঘিরে বিরামহীন সন্ত্রাস, রাজ্যে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। ভোট সন্ত্রাসের খতিয়ান নিতে রাজ্যে এল বিজেপি ৪ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। 'ভোট ঘিরে এত সংঘর্ষ, এত মৃত্যু, বোমা, গুলি। গণতন্ত্রে এটা কি কাম্য?' প্রশ্ন বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্য রবিশঙ্কর প্রসাদের।
ভাঙড়ে ভোট-হিংসার মধ্যে পড়ে এবার সাধারণ মানুষের মৃত্যুর অভিযোগ। বাড়ির বাইরে বেরোতেই গুলিতে মৃত্যু, অভিযোগ মৃতের পরিবারের। মৃতের নাম রাজু মোল্লা, কোনও রাজনৈতিক দলের সদস্য ছিল না সে, দাবি পরিবারের।
পঞ্চায়েত নির্বাচনে সবুজ ঝড়। ২,৬১০টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে। বিজেপির দখলে ২১২টি গ্রাম পঞ্চায়েত। ত্রিশঙ্কু ২৬৩টি গ্রাম পঞ্চায়েত। ২৪২টি পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে। বিজেপির ঝুলিতে ৮টি পঞ্চায়েত সমিতি রয়েছে। ত্রিশঙ্কু ৪টি পঞ্চায়েত সমিতি।
জেলা পরিষদে নিরঙ্কুশ জয় তৃণমূলের। ২০-র মধ্যে ২০টিতেই ফুটল ঘাসফুল
শুভেন্দু অধিকারীর পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ দখলে রাখল তৃণমূল। শেষ খবর পাওয়া পর্যন্ত ৭০টি আসনের মধ্যে ৩৯টি পেয়েছে তৃণমূল, বিজেপি পেয়েছে ১৩টি আসন। শুভেন্দুর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের ২ নম্বর পঞ্চায়েত সমিতি গেল বিজেপির দখলে। নন্দীগ্রাম ১ নম্বর পঞ্চায়েত সমিতির ভোটের ফল টাই হয়েছে। ১৫টি করে আসন জিতেছে তৃণমূল ও বিজেপি।
ভোটের ফল ঘোষণার পরেই পশ্চিম মেদিনীপুরের বেলদায় ৩ তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর, বোমাবাজি। বোমার আঘাতে জখম এক মহিলা-সহ ৬ তৃণমূল কর্মী, অভিযোগ সিপিএমের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে ১টি তাজা বোমা উদ্ধার। এলাকায় আজও ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে বোমার সুতলি। দাঁতন ২ নম্বর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতে ব্রাহ্মণ খলিশা গ্রামের বুথে তৃণমূলের জয়ের পর হামলার অভিযোগ। হামলা-যোগ অস্বীকার বামেদের।
বিরোধীরা দাঁত ফোটালেও কোনও জেলা পরিষদ এখনও পর্যন্ত দখল করতে পারেনি বিরোধী কোনও দল। এখনও পর্যন্ত ২০টি জেলা পরিষদই তৃণমূলের দখলে।
ভাঙড়ে ভোট-হিংসার মধ্যে পড়ে এবার সাধারণ মানুষের মৃত্যুর অভিযোগ। বাড়ির বাইরে বেরোতেই গুলিতে মৃত্যু, অভিযোগ মৃতের পরিবারের। মৃতের নাম রাজু মোল্লা, কোনও রাজনৈতিক দলের সদস্য ছিল না সে, দাবি পরিবারের।
এখনও পর্যন্ত ১৫টি জেলা পরিষদ তৃণমূলের দখলে এসেছে। কোনও জেলা পরিষদ এখনও পর্যন্ত দখল করতে পারেনি বিরোধীরা।
এখনও পর্যন্ত গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের দখলে ২৫৬২ গ্রাম পঞ্চায়েত, বিজেপির দখলে ২১২টি, বামের দখলে ৪২ গ্রাম পঞ্চায়েত, কংগ্রেসের দখলে ১৭টি গ্রাম পঞ্চায়েত, আইএসএফ-এর দখলে ৮টি গ্রাম পঞ্চায়েত।
ভয়ের ভাঙড়ে ভোট-হিংসার বলি আরও এক। ভোট গণনার শেষ পর্বে কাঁঠালিয়া স্কুলে গণনা কেন্দ্রের সামনেই বোমাবাজি, চলল গুলিও। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক আইএসএফ কর্মীর, গুরুতর আহত আরও এক আইএসএফ কর্মী। পুলিশ সূত্রে খবর, গুলিতে জখম বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়ার্টার মাকসুদ হাসান। আহত পুলিশ আধিকারিকের বাঁ হাতে গুলি লেগেছে, তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ তাঁর অস্ত্রোপচার করা হবে, হাত থেকে বের করা হবে গুলি
গুলি লেগেছে তাঁর দেহরক্ষীর পায়েও।
পূর্ব মেদিনীপুরের ময়নার পর কোচবিহারের দিনহাটা। বোমা ফেটে জখম এক কিশোর-সহ দুই। গোসানিমারিতে মাঠের মধ্যে পড়েছিল বোমা। দায়ের আঘাত লাগতেই বিস্ফোরণ ঘটে। আহতদের দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচাতেও বোমা ফেটে গুরুতর জখম এক। বোমা বিস্ফোরণে হাত উড়ে গিয়েছে এক ব্যক্তির।
পঞ্চায়েত ভোটের ফল ঘোষণার পরেই ফের দক্ষিণ ২৪ পরগনায় তৃণমূল কর্মীকে নৃশংস খুন। কুপিয়ে খুন করে পুকুরে দেহ ফেলে দেওয়ার অভিযোগ তৃণমূলের। রায়দিঘির চাঁদপাশা এলাকা থেকে উদ্ধার তৃণমূল কর্মী বিপ্লব হালদারের ক্ষতবিক্ষত দেহ। মথুরাপুর ২ নম্বর ব্লকের কাশীনগর গ্রাম পঞ্চায়েতের চাঁদপাশা এলাকার ১০৫ নম্বর বুথের বাসিন্দা ছিলেন বিপ্লব। এই বুথে বিজেপি প্রার্থী জয়ী হন। অভিযোগ, তারপর থেকেই তৃণমূল কর্মীকে হুমকি দিচ্ছিল বিজেপি। গেরুয়া শিবিরের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি। এই নিয়ে পঞ্চায়েত ভোট ঘোষণার পর, বাংলায় ৩৫ দিনে ৪২ জনের মৃত্য়ু হল।
ব্য়ারাকপুর ১ নম্বর ব্লকের কাউগাছিতে বিজেপি প্রার্থীর বাড়িতে আগুন। আগুন লাগানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার শাসক দলের। আতঙ্কে ঘরছাড়া কাউগাছি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থী মৌসুমী মিত্র।
বারাসাত ১ নম্বর ব্লকে গণনা কেন্দ্রের মধ্যেই সিপিএমের জেলা পরিষদ প্রার্থী হাবিব আলিকে বেধড়ক মারধরের অভিযোগ। মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি প্রার্থী-সহ সিপিএম কর্মীরা। গতকাল ছোট জাগুলিয়া আইটিআই কলেজে গণনা চলাকালীন এই ঘটনা ঘটেছে। সিপিএমের দাবি, কোটরা ও কদম্বগাছি দুটি গ্রাম পঞ্চায়েতে তারা এগিয়ে থাকায় গণনা কেন্দ্রের মধ্যেই গন্ডগোল শুরু করে তৃণমূল কর্মীরা। শাসকদলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
অভিযোগের পুরস্কার? পঞ্চায়েত ভোটে বীরভূমে তৃণমূলের টিকিটে শিবঠাকুর মণ্ডলের স্ত্রীর জয়ে তেমনটাই বলছেন অনেকে। গত ডিসেম্বরে এই শিবঠাকুরের করা মামলাই অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রার পথে বাধা হয়েছিল। যদিও শিব-পত্নী বলছেন, দল ভালবাসে বলে প্রার্থী করেছিল।
তৃণমূলের উত্থানের নেপথ্যে বড় ভূমিকা ছিল নন্দীগ্রামের। পঞ্চায়েত ভোটে সেখানেই শাসকদলকে টেক্কা দিল বিজেপি। নন্দীগ্রামে মোট ১৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে বিজেপি ৯টিতে জিতেছে। ৭টি গেছে তৃণমূলের দখলে। ১টি পঞ্চায়েত ত্রিশঙ্কু। জমি আন্দোলনের আরেক কেন্দ্র সিঙ্গুরে ১৬টি গ্রাম পঞ্চায়েতের সবকটিই তৃণমূলের দখলে। সিঙ্গুর পঞ্চায়েত সমিতিতে খাতা খুলেছে সিপিএম।
গভীর রাতে পঞ্চায়েত ভোট গণনার শেষ পর্বে ভাঙড়ে বোমাবাজি, চলল গুলি। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক আইএসএফ কর্মীর। গুরুতর আহত আরও এক আইএসএফ কর্মী। পুলিশ সূত্রে খবর, বোমার আঘাতে জখম বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়ার্টার মাকসুদ হাসান। গুলি লেগেছে তাঁর দেহরক্ষীর পায়ে।
তৃণমূলের জয়জয়কারের মধ্যেও আরাবুল ইসলামের ডেরায় সিঁদ কাটল বিরোধীরা। আরাবুল ইসলামের বাড়ি যে পঞ্চায়েত এলাকায়, সেখানেই পরাজিত হল তৃণমূল। শাসকদলের হার হল উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনের গ্রামেও।
প্রেক্ষাপট
ভোট গণনার দিনেও (Panchayat Election Result) এড়ানো গেল না অশান্তি। গণনার দিন কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বিভিন্ন গণনাকেন্দ্রে। দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনী (Central Armed Force), রাজ্য পুলিশ, তবুও সকাল থেকেই অশান্তির ঘটনা সামনে এসেছে। মালদা থেকে বীরভূম, হাওড়া থেকে উত্তর ২৪ পরগনা- নানা জেলায় অশান্তির খবর পাওয়া গিয়েছে। এরই মধ্যে রাজ্যে কার্যত তৃণমূল ঝড় দেখা গিয়েছে। কিছু কিছু আসন পেয়েছে বিরোধীরাও। যদিও দিনভর গণনা নিয়ে নানা অভিযোগ সামনে এসেছে।
পূর্ব বর্ধমান:
এই জেলায় গলসি ১ নম্বর ব্লকে বিরোধী কাউন্টিং এজেন্টদের মারধর করার অভিযোগ উছেথে তৃণমূলের বিরুদ্ধে। রাজ্যের শাসক দলের হামলায় সিপিএম এজেন্ট হাসপাতালে ভর্তি বলে অভিযোগ। কাটোয়াতেও অশান্তির ঘটনা ঘটেছে। কাটোয়া ১ নম্বর ব্লকের গণনাকেন্দ্রে সিপিএম, বিজেপি এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। হামলা, গাড়ি ভাঙচুরের ঘটনা সামনে এসেছে। সিপিএম সমর্থকদের মারধরের অভিযোগও উঠেছে। ১ সিপিএম সমর্থক হাসপাতালে ভর্তি।
বীরভূম:
অনুব্রতহীন বীরভূমেও অশান্তি ছবি। নানুরে গণনার আগেই ঝামেলা হয়েছে। সেখানে গণনাকেন্দ্রে সিপিএম ও কংগ্রেস এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া হয়েছে। কীর্ণাহারেও মারধরের অভিযোগ তুলে রাস্তা অবরোধ করা হয়েছে।
পশ্চিম বর্ধমান:
গণনার আগেই পশ্চিম বর্ধমানের বারাবনি উত্তপ্ত হয়ে ওঠে। ভোট গণনা শুরুর আগেই গণনাকেন্দ্রের বাইরে তৃণমূল ও বিজেপির মধ্যে তুমুল বচসা বেধে যায়, হয়েছে হাতাহাতিও।
হাওড়া:
ভোটের দিনও উত্তপ্ত হয়েছিল হাওড়া জেলার বিভিন্ন এলাকা। গণনার দিনেও ছবিটা পাল্টাল না। হাওড়ার ডোমজুড়ের বালি দুর্গাপুর পল্লীমঙ্গল বিদ্যামন্দিরের গণনা কেন্দ্র থেকে সিপিএম এবং বিজেপি কাউন্টিং এজেন্টদের মারধর করে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মাথা ফাটল বিরোধী সমর্থকের। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের উপস্থিতিতেই মারধর করা হয় বলে অভিযোগ।
বাগনানেও অশান্তির ঘটনা ঘটেছে। বাগনান ১ নম্বর ব্লকের গণনাকেন্দ্র (Panchayat Election) বাগনান আদর্শ হাইস্কুলে বিরোধী দলের কাউন্টিং এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ। ওই ঘটনার প্রতিবাদে বাগনান থানা ঘেরাও করা হয়। রাস্তাও অবরোধ করেছে সিপিএম ও বিজেপি। পরিস্থিতি সামলাতে নেমেছে পুলিশ এবং ব়্যাফ।
সাঁকরাইলে গণনাকেন্দ্রের গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে বিভিন্ন রাজনৈতিক দল। পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করে পুলিশ। পাঁচলার নয়াচকেও গণনাকেন্দ্রে ঢুকতে বাধা বিরোধী এজেন্টদের, অভিযোগ এমনটাই। প্রতিবাদে ১৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছে বিজেপি।
উত্তর ২৪ পরগনা:
ভোটের দিনের মতোই গণনার দিনেও অশান্ত এই জেলা। গণনা ঘিরে অশান্ত হয়েছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা। পলিটেকনিক কলেজে বেআইনি জমায়েত ভাঙতে লাঠি উঁচিয়ে তাড়া কেন্দ্রীয় বাহিনীর। ভোট গণনা শুরুর আগে উত্তর ২৪ পরগনায় সিপিএম প্রার্থীদের অপহরণের অভিযোগ উঠেছে। আমডাঙার চণ্ডীগড় ও বোদাই গ্রাম পঞ্চায়েতে গণনাকেন্দ্রের সামনে থেকেই ২ সিপিএম প্রার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে।
মালদা:
মালদার ইংরেজবাজারে মালদা জেলা স্কুলের সামনে কাউন্টিং হলের সামনে চূড়ান্ত অব্য়বস্থার অভিযোগ উঠেছে। গ্রাম পঞ্চায়েত প্রার্থীদের ঢোকার অনুমতি ঘিরে বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে।
দক্ষিণ ২৪ পরগনা:
মনোনয়ন পর্ব থেকেই বারবার অশান্ত হয়েছে এই জেলা। গণনা শুরুর আগেই উত্তপ্ত হয়ে ওঠে ডায়মন্ডহারবার। সেখানে ফকির চাঁদ কলেজের সামনে উত্তেজনা ছড়ায়। গণনাকেন্দ্রের সামনে বোমাবাজির ঘটনা ঘটেছে। বিরোধী এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। বিষ্ণুপুরেও তৃণমূলের বিরুদ্ধে গণনাকেন্দ্রে বিরোধী দলের এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। বাম,কংগ্রেস এবং বিজেপি একসঙ্গে পথ অবরোধ করে
মুর্শিদাবাদ:
ভোট পর্বের গোড়া থেকে রক্তাস্নাত হয়েছে মুর্শিদাবাদ। একাধিক প্রাণহানি হয়েছে। গণনার দিনেও অশান্তির ঘটনা ঘটেছে এই জেলায়। হরিহরপাড়ায় তৃণমূল প্রার্থী ও তাঁর স্বামীকে মারধর করার, গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। গণনাকেন্দ্রে যাওয়ার সময় আটকানো হয়। সিপিএমের বিরুদ্ধে এজেন্ট কার্ড কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ভয়ে কেঁদে ফেলেছেন তৃণমূল প্রার্থী। যদিও অভিযোগ অস্বীকার করেছে সিপিএম। উল্টোদিকে জাঙ্গিপাড়ায় সিপিএম আক্রান্ত। সিপিএমের পার্টি অফিসে ঢুকে পুলিশের লাঠিচার্জের ঘটনা ঘটেছে।
পশ্চিম মেদিনীপুর:
কেশপুর ব্লকের পরিবর্তে মেদিনীপুরে গণনাকেন্দ্রের দাবিতে জেলাশাসকের অফিসের বাইরে বিজেপি বিক্ষোভ দেখিয়েছে। গণনাকেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -