শিবাশিস মৌলিক, নন্দীগ্রাম :  মনোনয়ন পর্বে নন্দীগ্রামে ( Nandigram )  বিজেপি প্রার্থীদের রক্ষাকবচ শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari ) । বিরোধী দলনেতার নেতৃত্বে এদিন মিছিল করে বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে যান নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের ১১৬ জন বিজেপি প্রার্থী।  ঠাকুরচক থেকে বিডিও অফিস পর্যন্ত মিছিল করে যান শুভেন্দু।


পঞ্চায়েতের মনোনয়ন পর্বে দিকে দিকে আক্রান্ত হচ্ছেন বিজেপি প্রার্থীরা। আর এই আবহেই নন্দীগ্রাম ২ নম্বর ব্লকে একজোট হয়ে মিছিল করে মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থীরা। নেতৃত্বে শুভেন্দু অধিকারী।


পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে এদিন ফের বিরোধী দলনেতার মুখে শোনা যায়, ‘নো ভোট টু মমতা’ স্লোগান। রক্ত দেব, তৃণমূলকে জায়গা ছাড়ব না, এটা প্রতিরোধের ভোট, বার্তা শুভেন্দুর। মনোনয়ন মিছিল থেকে ওঠে, চোর ধরো, জেল ভরো স্লোগান। নন্দীগ্রামের বিধায়ককে পাশে পেয়ে উৎসাহী বিজেপি প্রার্থীরাও। 


তৃণমূলকে কটাক্ষ করে শুভেন্দু বললেন, ' গ্রাম থেকে চোর সাফ। ১০০ দিনের টাকা চোর তৃণমূল। আবাস যোজনা চোর তৃণমূল। শৌচালয়ে চোর তৃণমূল। গ্রাম থেকে চোর হাটাও। তৃণমূল মানে চোর।' শুভেন্দু আরও বলেন, 'চোরকে গ্রাম থেকে সাফ করবে গ্রামের লোক। আমিও গ্রামের ভোটার, এরাও গ্রামের ভোটার। সাফ করব চোরেদের। মমতার চোরেদের হারাব। গোটা রাজ্য থেকে যেখানেই ভোট হবে হারবে। নো ভোট টু মমতা।' 


রাজ্য রাজনীতির ভরকেন্দ্র নন্দীগ্রাম। একুশের বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে এই আসনে জয়ী হয়েছেন শুভেন্দু। তারপর থেকে শাসক বিরোধী, দু’দলের কাছেই নন্দীগ্রাম প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে।


দু’দলের কাছেই নন্দীগ্রাম প্রেস্টিজ ফাইট
রাজ্য রাজনীতির ভরকেন্দ্র নন্দীগ্রাম। একুশের বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে এই আসনে জয়ী হয়েছেন শুভেন্দু। তারপর থেকে শাসক বিরোধী, দু’দলের কাছেই নন্দীগ্রাম প্রেস্টিজ ফাইট হয়ে দাঁড়িয়েছে। কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে গিয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেল শুভেন্দু অধিকারীরা। পাল্টা জবাব দেন শুভেন্দু। বিধানসভা ভোটের মতোই কি পঞ্চায়েত লড়াইয়ে নজর কাড়বে নন্দীগ্রাম ? 


একদিনে পঞ্চায়েত ভোট করার বিরুদ্ধে প্রথম থেকেই সুর চড়িয়েছিলেন শুঙেন্দু অধিকারী। তিনি বলেন, ' রাজ্যে ৪২ হাজার পুলিশ দিয়ে ৭০ হাজার বুথে এক দিনে ভোট করাবে! এ তো মৃত্যুকে ডেকে আনা। আধাসেনা দিয়েই ভোট হবে। তৃণমূলের বিরুদ্ধে প্রতিরোধ বাড়বে' । হুঙ্কার-পাল্টা হুঙ্কারে ক্রমেই বাতাস ভারী নন্দীগ্রামের। হবে কি শান্তিপূর্ণ মনোনয়ন পেশ ? তাকিয়ে রাজ্যবাসী।