গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: পঞ্চায়েত ভোটের ১২ দিন আগে বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত উত্তরবঙ্গ থেকেই নির্বাচনী প্রচার শুরু করছেন মুখ্যমন্ত্রী ( Mamata Banerjee ) । গতকালই কোচবিহারে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কোচবিহারে তাঁর নির্বাচনী সভা। মমতার এই সফরকে তীক্ষ্ণ কটাক্ষ করেছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি ( Dilip Ghosh ) ।
' মমতাকে প্রচারে নামতে হচ্ছে কারণ ওঁর দলের নেতাদের কেউ বিশ্বাস করছে না। উনি গল্প করে ভুল বোঝানোর চেষ্টা করবেন।' মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গে নির্বাচনী প্রচার নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের।
'লোক যদি আবার ভুল করে ভোট দেয় ...'
সোমবার সকালে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ দক্ষিণ ২৪ পরগনার নামখানার নারায়ণপুরে দলীয় কর্মীদে সঙ্গে চা-চক্রে যোগ দেন। এদিন চক্রে যোগ দিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আজ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পঞ্চায়েত প্রচার নিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘ পাবলিক খেপে আছে। উনি পাবলিকের হাতে পায়ে ধরে গল্প করে ম্যানেজ করবেন। গল্প করে ভুল বোঝানোর চেষ্টা করবেন। লোক যদি আবার ভুল করে ভোট দেয় তাহলে লুটপাট, খুনখারপি হবে।’
অভিষেকের নবজোয়ার কর্মসূচি শেষ হয়ে গেলেও সেই প্রচারকে কটাক্ষ করতে ছাড়েননি দিলীপ ঘাষ। তিনি বলেন,‘ জনজোয়ার যদি সত্যি সত্যি হত তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে নামতে হত না। দেখতে গেছিলেন জোয়ারটা কোথায়। নিজের পার্টির লোকেরা মারপিট করেছে। পাবলিক চোর চোর করেছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন, এবার এত সহজ হবে না।’
রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্যপাল বৈঠক প্রসঙ্গে দিলীপ
রবিবার রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনার। সূত্রের খবর, কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গে রাজ্যপালের সঙ্গে আলোচনা হয়েছে রাজীব সিনহার। এদিকে, রাজ্য নির্বাচন কমিশনারের ভূমিকা নিয়ে এদিন ক্ষোভ উগরে দিয়েছে বিরোধী দলগুলি। সেই সুর ধরেই দিলীপ বললেন, ‘রাজ্যপাল স্বাভাবিক কাজ করছেন। এই কাজটা নির্বাচন কমিশনের। কিন্তু মনোনয়ন করতে দিচ্ছে না। ... মানুষ কমিশনকে ভরসা করতে পারছে না।’
রাজীব সিনহার সঙ্গে রাজ্যপালের সাক্ষাৎ প্রসঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, 'আমি মনে করি, রাজ্যপালের সঙ্গে নির্বাচন কমিশনারের কোনও সংঘাত নেই। রাজ্যপাল শুধু চেয়েছিলেন তিনি যে নির্বাচন কমিশনারকে নিয়োগ করেছিলেন , তিনি অবাধ ও শান্তিপূর্ণ ভোট করার জন্য উপযুক্ত পদক্ষেপ করুন। কিন্তু দেখা গেল নির্বাচন কমিশনার হতাশ করেছে রাজ্যপালকে।'
আরও পড়ুন ; ইজিপ্ট যেন একটুকরো ভারত! মোদিকে দেখে গান শোনালেন প্রবাসী
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial