সৌমিত্র রায়, কলকাতা: গ্রাম বাংলার ভোটের (Panchayat Poll 2023) প্রচার কলকাতায় (Kolkata)। বৃষ্টি মাথায় নিয়ে সকাল সকাল ভোটপ্রচার করলেন বাম কর্মীরা। সিপিএমের কলকাতা জেলা কমিটির উদ্যোগে ভোর সাড়ে ৪টে থেকে ৭টি স্টেশনে প্রচার শুরু হয়। শিয়ালদা, বিধাননগর, বালিগঞ্জ, টালিগঞ্জ, ঢাকুরিয়া, যাদবপুর ও দমদম, এই স্টেশনগুলিতে যাত্রীদের মধ্যে পঞ্চায়েত ভোটের প্রচার করেন সিপিএম কর্মীরা।                       


ভোর থেকেই প্রচার শুরু বামেদের: সপ্তাহের প্রথম কাজের দিন। গ্রামবাংলা থেকে সাধারণ মানুষের শহরের আসার অন্যতম মাধ্যম রেলপথ। ভিড়ে ঠাসা শহরের স্টেশন চত্বর। আর তাকেই এবার কাজে লাগানোর উদ্যোগ নিল বামেরা। ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। নির্বাচনী প্রচারে সোমবার ভোর থেকেই বিভিন্ন স্টেশনে প্রচার শুরু করে বামেরা। এদিন সিপিএম কলকাতা জেলা কমিটির সদস্য অর্জুন রায় বলেন, “কলকাতায় প্রচুর মানুষ আসেন। তাঁদের কাছে প্রচার তুলে ধরার জন্য স্টেশনে এই ভোটপ্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়।’’                                                                  


হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে: নিউ ব্যারাকপুরের সতীন সেন নগরে সিপিএমের মিছিলে বাঁশ, লাঠি, রড নিয়ে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ভাঙচুর করা হয় টোটো। সিপিএম কর্মীদের রাস্তায় ফেলে পেটানো হয় বলে অভিযোগ। বেশ কয়েকজন বাম কর্মী আহত। প্রতিবাদে নিউ ব্যারাকপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান সিপিএম কর্মীরা।                                                             


কী ঘটেছিল?


ঘটনার সূত্রপাত গতকাল সকালে। নিউ ব্যারাকপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে তৃণমূলের বিরুদ্ধে পোস্টার লাগাচ্ছিলেন সিপিএম কর্মীরা। অভিযোগ, তৃণমূলের দুষকৃতীরা তাঁদের ওপর চড়াও হয়। এই ঘটনায় নিউ ব্যারাকপুর থানায় অভিযোগ দায়ের করে বামেরা। অভিযোগ, তার বদলা নিতেই সন্ধেয় সিপিএমের মিছিলে ফের হামলা চালানো হয়। হামলা-যোগ অস্বীকার করেছে তৃণমূল।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: Clove Farming: লক্ষ্মীলাভ করতেও ভরসা উপকারী লবঙ্গ! লাভ পাবেন চাষিরা