কলকাতা: এমন বিদায় কজন-ই বা পায়.. মেঘলা দিন শুরু হয়েছিল মনখারাপের খবর দিয়ে... আর শেষ হল বিদায়ের সুরে। প্রিয় 'বাপিদা'-র চলে যাওয়াতেও লেগে রইল সুর। মহীনের এক ঘোড়াকে বিদায় জানাতে কলকাতা গেলে উঠল.. 'তুমি আর আমি যাই ক্রমে সরে সরে....'


দীর্ঘ লড়াইয়ের শেষে রবিবার মনখারাপের খবর এল শহর জুড়ে। জীবনীশক্তি ফুরল 'মহীনের ঘোড়াগুলি' (Mahiner Ghoraguli)-র শেষ ঘোড়া তাপস বাপি দাস (Tapas Bapi Das)। ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন শিল্পী। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত ছিলেন সকলের প্রিয় 'বাপিদা'। চিকিৎসার খরচ যোগাতে হিমসিম খেতে হচ্ছিল তাঁর পরিবারকে। শিল্পীর চিকিৎসার জন্য এপার ও ওপার বাংলায় তহবিল সংগ্রহের কাজ শুরু হয়েছিল। রাজ্য সরকারের সাহায্যে তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চলছিল কেমোথেরাপিও। তবে শেষরক্ষা হল না। রবিবার থামল সুর। অপার জীবনীশক্তি হার মানল ক্যানসারের কাছে।


মারণ রোগের সঙ্গে লড়াইটা নেহাত সহজ ছিল না শিল্পীর। রাইস টিউব নাকে লাগিয়েও তিনি স্টেজ শো করেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। অনুরাগীরা সেই ভিডিও দেখে ভেসেছেন আবেগে, চোখে এসেছে জল। সেই অবস্থাতেই বাপিদার গলায় 'ভালোবাসি জোৎস্না'-য় গান যেন চিরকালীন হয়ে থাকবে। 'মহীনের ঘোড়াগুলি'-র প্রথম গান 'ভেসে আসে কলকাতা' লিখেছিলেন তিনি। অনুরাগীদের অর্থ জোগাড়ের চেষ্টা, চিকিৎসকদের চিকিৎসা, প্রার্থনা... সব ছাড়িয়ে তাপস দাস এখন অনেক অনেক দূরে। সোশ্যাল মিডিয়ায় অনেকে যেমন শেয়ার করে নিয়েছেন মনখারাপি লেখা, অনেকে পোস্ট করেছেন যত্নে রাখা তাঁর সইয়ের ছবি।


গতকাল, সঙ্গীতশিল্পীর শেষযাত্রায় সামিল হয়েছিলেন প্রচুর ভক্ত, অনুরাগীরা। বৃষ্টি উপেক্ষা করে, বৃষ্টি মাথায় নিয়ে পায়ে পায়ে হেঁটে গিয়েছিলেন কাচের গাড়ির পিছনে পিছনে, যার মধ্যে শায়িত রয়েছে 'বাপিদা'-র নিথর দেহ। গাড়ির সামনে লাগানো ছিল সাদায় কালোয় একটি ছবি, আর সেখানে সেই চির চেনা হাসিমুখ। তাপস দাসের। মাথা নিচু, পা মিলিয়ে শেষযাত্রাতেও ছুঁয়ে রইল সুর। অনুরাগীরা গাইতে গাইতে চললেন.. 'ভেবে দেখেছো কি.. তারারাও যত আলোকবর্ষ দূরে, আরও দূরে.... তুমি আর আমি যাই ক্রমে সরে সরে...'


সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রয়েছে সেই ভিডিও। চোখের জলে প্রিয় শিল্পীকে বিদায় জানিয়েও যেন অনুরাগীদের মনে তৃপ্তি.. এমন বিদায় কজনই বা পায়.. শেষ যাত্রার সুর ছুঁয়ে, তাপস দাসও যেন হারিয়ে গেলেন কোনও এক অচেনা সুরের জগতে যার ঠিকানা জানা নেই কারও।



আরও পড়ুন: Nuts Good For Hair: চুলের বৃদ্ধিতে সাহায্য করে কোন কোন বাদাম? কীভাবেই বা করে উপকার?