অনির্বাণ বাগচী, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ ( Murshidabad ) থানা এলাকার হুমায়ুন মঞ্জিলের এসএসকে শিশুশিক্ষা কেন্দ্রে বুথ জ্যামের অভিযোগ উঠল তৃণমূলের ( TMC ) বিরুদ্ধে। ভোট শুরুর ঘণ্টা তিনেক পরেই সকাল ১০টা নাগাদ বুথ ছেড়ে ডিসিআরসি সেন্টারে রওনা দেন ভোট কর্মী ও প্রিসাই়ডিং অফিসাররা।
ভোট কর্মীদের ঘিরে বিক্ষোভ
ভোটকর্মীদের দাবি, প্রথমে কিছুক্ষণ ভোট হলেও, এরপরই বুথ দখল হয়ে যায়। তাঁদের হুমকি দেওয়া হয়। নিরাপত্তার অভাবে বুথ ছেড়ে তাঁরা ডিসিআরসি সেন্টারে চলে যান। মাঝরাস্তায় ভোট কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা।
টায়ার জ্বালিয়ে বহরমপুর-জঙ্গিপুর রাজ্য সড়ক অবরোধ করেন কংগ্রেস, সিপিএম ও বিজেপি কর্মীরা। সেক্টর অফিসারের গাড়ি ভাঙচুর করা হয়।
অন্যদিকে ময়ূরেশ্বর হাইস্কুলের মহিলা পরিচালিত ১০ নম্বর বুথে ভয়ে কেঁদে ফেলেন প্রিসাইডিং অফিসার। অসহায় অবস্থায় দেখা যায় ভোট কর্মীদের। তাঁদের অভিযোগ, বুথের মধ্যে তাণ্ডব চালাচ্ছিল দুষ্কৃতীরা। মোতায়েন ছিল একজন অস্ত্রধারী পুলিশ। ফলে নিরাপত্তার অভাব বোধ করেন মহিলা পরিচালিত এই বুথের ভোট কর্মীরা। ভেঙে পড়েন প্রিসাইডিং অফিসার।
এখানেই শেষ নয়, সাঁইথিয়ার মাঠপলসা গ্রাম পঞ্চায়েতের মহিষাডহরি প্রাথমিক বিদ্যালয়ের ১৯৬ ও ১৯৭ নম্বর বুথে মুখ ঢেকে ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে। ভাইরাল হয় ভিডিও। অভিযোগের তির তৃণমূলের দিকেই। ছবি তুলতে গেলে তেড়ে আসেন কয়েকজন। নীরব দর্শকের ভূমিকা ছিলেন প্রিসাইডিং অফিসার।
মুখে গামছা বেঁধে ছাপ্পা
বীরভূমের ময়ূরেশ্বরের রাজচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ের ২ নম্বর বুথে মুখে গামছা বেঁধে তৃণমূল কর্মীরা ছাপ্পা ভোট দেয় বলে অভিযোগ। পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন গ্রামবাসীরা। ব্যালট পেপার পুড়িয়ে দিয়ে পুকুরে ফেলে দেন তাঁরা। মোটরবাইক ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়। ভীত-সন্ত্রস্ত ভোট-কর্মী এবং ভোটাররা।
আরও পড়ুন :
আজ ত্রিস্তরীয় পঞ্চায়েতের মোট ৬০ হাজার ৫৯৩টি বুথে ভোটগ্রহণ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial