নদিয়া : দিকে দিকে হিংসা। পঞ্চায়েত ভোটের সকালে ঝরে গেল আরও একটি প্রাণ। নদিয়ার চাপড়ার কল্যাণদহে কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে তৃণমূল কর্মীর মৃত্যু ঘটল। আহত আরও ৯ জন তৃণমূল কর্মী।
তৃণমূলের দাবি, ভোট দিতে যাওয়ার পথে, কংগ্রেসের দুষ্কৃতীরা ধারাল অস্ত্র নিয়ে চড়াও হয়। তৃণমূল কর্মীদের এলোপাথাড়ি কোপানো হয় বলে অভিযোগ। হাসপাতালে নিয়ে গেলে তৃণমূল কর্মী আমজাদ আলি হালসানাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
অন্যদিকে নদিয়ার কৃষ্ণনগরের আনন্দবাস এলাকায় সকালে ভোট দিতে যাওয়ার সময় বোমাবাজি শুরু হয় বলে অভিযোগ। তাতে আহত হন দুই তৃণমূল কর্মী। সিপিএমের বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের। ২৩২ নম্বর বুথের কিছুটা দূরেই বোমাবাজি হয় বলে স্থানীয়দের অভিযোগ। গুরুতর আহত ২ তৃণমূল কর্মী শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
মৃত্যু বর্ধমানেও
সকাল থেকে একের পর এক মৃত্যুর খবর মিলছে বিভিন্ন জেলা থেকে। পূর্ব বর্ধমানে প্রাণ গেল সিপিএম কর্মীর নাম রাজিবুল হকের। শুক্রবার আউশগ্রামে দুষ্কৃতীদের আক্রমণে আহত হন রাজিবুল হক। তাঁকে বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়। গভীর রাতে হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। আউশগ্রামের বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়ের বুথের সামনে তৃণমূল ও সিপিএমের মধ্যে সংঘর্ষ বাধে। একে অপরকে লাঠি নিয়ে আক্রমণ করে। ঘটনায় জখম হন উভয়পক্ষের ৫ জন। গুরুতর আহত হন সিপিএম কর্মী রাজিবুল হক। রাতে এনআরএসে স্থানান্তরিত করার পর, আজ সকালে ওই সিপিএম কর্মীর মৃত্যু হয় বলে দলীয় সূত্রে খবর।
মুর্শিদাবাদে খুন তৃণমূল কর্মী
পঞ্চায়েত ভোট শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে মাঝরাতে ফের মুর্শিদাবাদে খুন তৃণমূল কর্মী। রেজিনগরের ঝিকরা গ্রামে তৃণমূল কর্মী ইয়াসিন শেখকে বোমা মেরে খুনের অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার কংগ্রেসের।
নির্দলপ্রার্থীর সমর্থক খুন
পঞ্চায়েত ভোটের সকালেও সন্ত্রাস অব্যাহত। উত্তর ২৪ পরগনার দত্তপুুকুরের কদম্বগাছিতে নির্দল প্রার্থীর সমর্থককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। নির্দলদের ক্যাম্প ভাঙচুর।
ভোটের দিন মুর্শিদাবাদের খড়গ্রামে ফের খুন ! দেহ উদ্ধার উদ্ধার হল কংগ্রেস কর্মী খুনে অভিযুক্তর । খড়গ্রামের রতনপুরে উদ্ধার তৃণমূল কর্মী সাবিরউদ্দিন শেখের দেহ। কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখ খুনে অভিযুক্ত ছিলেন এই তৃণমূল কর্মী সাবিরউদ্দিন।
আরও পড়ুন :
আজ ত্রিস্তরীয় পঞ্চায়েতের মোট ৬০ হাজার ৫৯৩টি বুথে ভোটগ্রহণ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial