তুহিন অধিকারী, বাঁকুড়া : পঞ্চায়েত ভোটের ( Panchayat Poll 2023 )  মুখে যেন বারুদের স্তূপে বাংলা! বাঁকুড়ার ইন্দাসে ( Indas ) ব্যাগ ভর্তি বোমা-সহ দুটি গাড়ি আটক করল পুলিশ। দুটি গাড়িতে থাকা ৮ জনকেও আটক করেছে পুলিশ।


পুলিশ সূত্রে জানা গেছে, মনোনয়নে গন্ডগোল পাকাতে ইন্দাসে গাড়িতে করে বোমা আনা হতে পারে এমন খবর মঙ্গলবার রাতেই পুলিশের কাছে পৌঁছায়। এরপরই সতর্ক করা হয় ইন্দাস থানার সবকটি নাকা পয়েন্টকে। বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ দুটি গাড়ি পাটরাই এর দিক থেকে ইন্দাসের ফিরে যেতে দেখে সেগুলিকে থামিয়ে তল্লাশি শুরু করে পুলিশ।


সেই সময়ই গাড়ি দুটির একটির মধ্যে থেকে এক ব্যাগ ভর্তি সুতলি বোমা মেলে। এরপরই গাড়ি দুটিকে আটক করে ইন্দাস থানায় নিয়ে আসে পুলিশ। আটক করা হয় দুটি গাড়িতে থাকা আট জনকে। পুলিশের দাবি, ফোনে ফোনে বরাত পেয়ে বোমাগুলি ইন্দাসে আনা হচ্ছিল। কে বা কারা কেন এই বোমার বরাত দিয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ। 


এদিকে ইন্দাসে মনোনয়নকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। বিডিও অফিসের দিকে মিছিল করে যায় কয়েকশ বিজেপি কর্মী। পাল্টা জমায়েত করে তৃণমূল কর্মী-সমর্থকরাও। বুধবার কয়েকশো বিজেপি কর্মী সমর্থক ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধাড়ার নেতৃত্বে মিছিল করে ইন্দাস বিডিও অফিসের দিকে অগ্রসর হয়। পাল্টা ইন্দাসে কয়েক হাজার লোক জমায়েত করে তৃনমূলও।


ইন্দাসে ঢোকার মুখে পুলিশ বিজেপির মিছিল আটকানোর চেষ্টা করে। এরপরই শুরু হয় উত্তেজনা। ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধাড়ার নেতৃত্বে বিজেপি কর্মীরা রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। এর মাঝেই পুলিশের ব্যারিকেড ভেঙে বেশ কিছু বিজেপি কর্মী ইন্দাসের দিকে এগিয়ে যান। পীরতলার কাছাকাছি পৌঁছাতেই পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে।                                   


বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর পথ আটকাল তৃণমূল। ইন্দাসে যাওয়ার পথে তৃণমূল কর্মীরা বিজেপি সাংসদের পথ আটকায়। রাস্তার ওপর বসে পড়ে সৌমিত্র খাঁর গাড়ি আটকে দেন মহিলারা। সাংসদকে লক্ষ্য করে চোর চোর স্লোগানও দেওয়া হয়। অবরোধের মুখে গাড়ি ঘুরিয়ে সোনামুখীর দিকে চলে যান সৌমিত্র খাঁ।