উত্তর দিনাজপুর : সকাল ৭ টায় শুরু হয়েছে ভোটগ্রহণ ( Panchayat Poll 2023 ) । তারপর আর মাত্র ১ ঘণ্টায় শেষ হয়ে গেল ভোট। হ্যাঁ। একদম ঠিকই পড়েছেন। এক্কেবারে এমনই নজিরবিহীন ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুরের ( North Dinajpur ) ইসলামপুরে। 
 
 ২০২৩ এর পঞ্চায়েত ভোটে নানা বেনজির ঘটনার সাক্ষী থাকছে বঙ্গবাসী। তার মধ্যে এটি অন্যতম। ভাতপুকুরে ১ ঘণ্টার মধ্যেই ভোট শেষ! ৭টায় ভোট শুরু, ৮টায় ভোট শেষ!


 ৮ টার মধ্যেই পড়ে গেল সব ভোট


স্থানীয়দের অভিযোগ, ভোটকর্মীদের বাইরে বের করে দিয়ে শুরু হয়ে যায় দেদার ছাপ্পা। তৃণমলের কর্মীরা ( TMC ) বের করে দেয় আসল ভোটারদের। তাঁরা দাঁড়িয়ে থাকেন বাইরে। আর ৮ টার মধ্যেই পড়ে গেল সব ভোট। তারপর ব্যালট বক্স গালা দিয়ে সিল করে দিল শাসকদল। এমনই নক্কারজনক ঘটনার সাক্ষী থাকল ইসলামপুর। 


২০২৩ এর পঞ্চায়েত ভোটে এমন নানারকম ঘটনা ঘটেই চলেছে। ভোটগ্রহণের নিয়ম শিকেয় উঠেছে বহু বুথেই। ঠিক যেমন দিনহাটায়। ভোট শুরুর আগে দিনহাটায় বুথ তছনছ করে দেওয়া হয়। মাটিতে গড়াগড়ি খেতে দেখা যায় ব্যালট পেপার। ভোটারদের অভিযোগ, রাত আড়াইটে নাগাদ বুথে ঢুকে তাণ্ডব চালায় দুষকৃতীরা। ব্যালট বক্স ভেঙে মাঠে ফেলে দেওয়া হয়। নিরাপত্তার কড়াকড়ির মধ্যে কীভাবে তাণ্ডব চলল? কারা তাণ্ডব চালাল? ভোট আদৌ শুরু করা যাবে? মুখে কুলুপ প্রিসাইডিং অফিসার, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর।                          


ব্যালট পেপার ঘাটতি


এদিকে আবার মুর্শিদাবাদের নিমতিতায় ব্যালট পেপার ঘাটতি দেখা গেল। কেন ? কোথায় গেল ব্যালট ? তৃণমূলের বিরুদ্ধে ভোট লুঠের অভিযোগ উঠেছে। জানিয়েছেন স্ময়ং প্রিসাইডিং অফিসার। বুথের বাইরে চলছে বিক্ষোভ।   

' প্রিসাইডিং অফিসারকে বেধড়ক মারধর '


অন্যদিকে দিনহাটার ( Dinhata ) খাটামারির ১৯১ নম্বর বুথে দেদার ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ উঠল। তাই নিয়ে ধুন্ধুমার বেঁধে গেল বুথের বাইরে। সংঘর্ষে জড়িয়ে পড়ল তৃণমূল ও বিক্ষুব্ধ তৃণমূল ( TMC ) । এরপর আড়াই ঘণ্টার মধ্যেই ভোট শেষ করে দেওয়ার অভিযোগ উঠল। অভিযোগ, প্রিসাইডিং অফিসারকে বেধড়ক মারধর করে ছাপ্পা ভোট দেয় বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা। পাল্টা তৃণমূল কর্মীরা এসে ব্যালট পেপার ফেলে দেয়। বুথ ভাঙচুর করে। বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের মেরে তাড়ানো হয় বলে অভিযোগ।