রুমা পাল, কলকাতা: লোকসভা ভোট (Parliament Election 2024)  ঘোষণার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী (Central Force in West Bengal)। সূত্রের খবর, ৭ মার্চের মধ্যেই ১৫০ কোম্পানি আসছে রাজ্যে। যার মধ্যে সবচেয় বেশি কেন্দ্রীয় বাহিনী থাকবে উত্তর ২৪ পরগনায় (Central Force in North 24 Parganas)। অন্তত ২ মাস ধরে যে সন্দেশখালি (Sandeshkhali Incident) ইস্যুকে তপ্ত রয়েছে রাজ্য-রাজনীতি, সেই সন্দেশখালি রয়েছে উত্তর ২৪ পরগনাতেই।

  


কোথায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী:
সন্দেশখালিকাণ্ডের মধ্যেই শুধুমাত্র উত্তর ২৪ পরগনাতেই ২১ কোম্পানি থাকবে। সূত্রের খবর, কলকাতায় ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বারাসাত (Barasat), বনগাঁ (Bongaos), বসিরহাট, ব্যারাকপুর, বিধাননগর মিলিয়ে থাকবে ২১ কোম্পানি। মালদা, পূর্ব মেদিনীপুরে ৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় ৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, পুলিশের নোডাল অফিসার, সিআরপিএফের আইজির সঙ্গে কমিশনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আগেই লোকসভা ভোট ঘোষণার আগে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। বুধবার দুপুর ৩ টের সময় কেন্দ্রীয় বাহিনী মোতায়ন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে কমিশন। ১ মার্চ রাজ্যে আসছে ১০০ কোম্পানি বাহিনী। ৭ মার্চ আরও ৫০ কোম্পানি বাহিনী আসছে। দেড়শো কোম্পানি বাহিনী কোথায় কোথায় মোতায়েন করা হবে সেই বিষয়ে কমিশনের সিইওর দফতরে বৈঠক হয়েছিল আজ। সেখানে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব, রাজ্য পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমার,IG CRPF বি কে শর্মা। এই বৈঠকের পরে বিকেল ৫ টা নাগাদ উত্তর ও দক্ষিণ কলকাতা এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে আলাদা একটি বৈঠক করেছে জাতীয় নির্বাচন কমিশন। তারপরেই স্থির করা হয় কোন জেলায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে। রাজ্যের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে সন্দেশখালি, বসিরহাট সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে বসিরহাট পুলিশ জেলায় ৫ কোম্পানি, বারাসাত পুলিশ জেলায় ৩ কোম্পানি, বনগাঁ পুলিশ জেলায় ৩ কোম্পানি, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় ৬ কোম্পানি এবং বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকায় ৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। মালদা ও পূর্ব মেদিনীপুরে ৭ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। মুর্শিদাবাদ ও জঙ্গিপুর - দুই পুলিশ জেলা মিলিয়ে মোট ৮ কোম্পানি। অনুব্রতহীন বীরভূমে ৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে।


সূত্রের খবর, রাজ্যে ৫১ হাজার জামিন অযোগ্য ধারায় মামলার নিষ্পত্তি হয়নি। সেই অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে লোকসভা ভোটের আগে সেই দিকেও নজর রাখছে কমিশন।


আরও পড়ুন: মাঠ দখল করে দোকান! সন্দেশখালিতে নিশানায় আরও ১ শাসক-নেতা