কোচবিহার: সারদা-নারদা থেকে শিক্ষা ও নিয়োগ দুর্নীতি (Recruitment Scam)। বাংলার তৃণমূল সরকারের বিরুদ্ধে বারবার উঠেছে দুর্নীতির অভিযোগ। রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে বারবার তোপ দেগেছে রাজ্য বিজেপিও। এবারের লোকসভা ভোটেও (Lok Sabha Election 2024) তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি ইস্যুকেই (Corruption Issue) অন্যতম হাতিয়ার করেছে বিজেপি। কোচবিহারের সভা থেকে খোদ মোদিও দুর্নীতি নিয়ে বিঁধলেন রাজ্যের তৃণমূল সরকারকে (PM Modi attacks TMC Government)। মনে করিয়ে দিয়েছেন, পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ ও সোনা উদ্ধারের ঘটনা। 


তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতিগ্রস্তদের বাঁচানোর চেষ্টার অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী (PM Modi Election Campaign)। কোচবিহারের সভা থেকে তাঁর তোপ, 'বাংলায় তৃণমূল নেতার বাড়িতে টাকার পাহাড়। যারা মানুষকে লুঠ করল, তাঁদের সাজা হওয়া উচিত না অনুচিত?' তাঁর আক্রমণ, 'বাংলায় দুর্নীতি-তোলাবাজি-খুনের রাজনীতি চলছে। আমরা বলি দুর্নীতি হঠাও, ওরা বলে দুর্নীতিবাজদের বাঁচাও। হুমকিতে ভয় পাই না, দুর্নীতিবাজদের সাজা হবেই। আগামী ৫ বছরে দুর্নীতিবাজদের বিরুদ্ধে বড় পদক্ষেপ।' বিজেপি দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্য়বস্থা নেবে বলেও দাবি করেন তিনি। তাঁর পাল্টা তোপ, 'আমি বলি ভ্রষ্টাচার সরাও, তারা বলে ভ্রষ্টাচারী বাঁচাও।' চাকরির দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগের কথাও শোনা যায় মোদির মুখে। তাঁর তোপ, 'এই টাকা আপনার, কারও লুঠের অধিকার নেই।' এই ভোটের তৃণমূলকে কড়া জবাব দেওয়ার বার্তা মোদির। এর আগে বঙ্গ সফরে প্রচারের সময়েও মোদির মুখে শোনা গিয়েছিল দুর্নীতির ইস্যু। 


বিষয়টি নিয়ে পাল্টা বিজেপিকেই তোপ দেগেছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। তাঁর তোপ, 'সুপ্রিম কোর্ট ইলেক্টোরাল বন্ড বাতিল করে বলেছেন এটা দুর্নীতির আখড়া। দেশের অর্থমন্ত্রীর স্বামী বলেছেন যে এই ইলেক্টোরাল বন্ড সবচেয়ে বড় দুর্নীতি। তা নিয়ে কিছু বলেছেন? মোদির আমলে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে ব্যাঙ্কলুঠ, ঋণ নিয়ে পালিয়ে যাওয়া।'


কোচবিহারের সভা থেকে সন্দেশখালি প্রসঙ্গও তুলে তৃণমূল সরকারকে আক্রমণ শানিয়েছেন মোদি। তিনি বলেন, 'সারা দেশ দেখেছে কীভাবে তৃণমূল সরকার সন্দেশখালির অপরাধীদের বাঁচানোর জন্য চেষ্টা করেছে। বিজেপি সংকল্প নিয়েছে সন্দেশখালির দোষীদের সাজা দিয়েই ছাড়বে। ওদের জীবনটা জেলেই কাটাতে হবে। বিজেপিই একমাত্র মা-বোনদের উপর অত্যাচার আটকাতে পারবে।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: 'আমার ভারত আমার পরিবার...' শক্তিশালী সরকার গড়তে পদ্মচিহ্নে ভোট দেওয়ার ডাক মোদির