ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: ওয়াটগঞ্জে (Watganj Incident) নৃশংস খুনের কিনারা। খুনের ঘটনায় নিহত মহিলার ভাসুরকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম নীলাঞ্জন সরখেল। এখনও বেপাত্তা মৃতের স্বামী। প্রাথমিক তদন্তে পুুলিশের অনুমান, টাকাপয়সা নিয়ে পারিবারিক অশান্তির কারণেই খুন করা হয় ৩৮ বছরের দুর্গা সরখেলকে। দেহ ৯টি টুকরো করে ৩টি প্যাকেটে ভরে ফেলে আসা হয় ওয়াটগঞ্জে CRPF-এর পরিত্যক্ত ব্যারাকের সামনে। খুনের নেপথ্যে একাধিক ব্যক্তি রয়েছে বলে পুলিশের সন্দেহ।           


মহিলা খুনে চাঞ্চল্য: ৩দিন আগে নিখোঁজ হয়েছিলেন। খণ্ডবিখণ্ড দেহ উদ্ধারের পর ছবি মিলিয়ে ওয়াটগঞ্জে খিদিরপুরের নিহত মহিলাকে গতকাল শনাক্ত করে। টুকরো টুকরো অংশ নিয়েই তদন্তে নেমেছিল ওয়াটগঞ্জ থানা এবং কলকাতা পুলিশের হোমিসাইড শাখা। এরপরই জানা যায় নিহতের পরিচয়। আটক করা হয় মৃতের দেওরকে। দক্ষিণ কলকাতার ওয়াটগঞ্জ এলাকার সত্য ডক্টর লেনে সিআইএসএফের পরিত্য়ক্ত ব্য়ারাকেই মিলেছিল তিনটি কালো প্লাস্টিক। আর সেই প্লাস্টিকেই মেলে একই দেহের টুকরো। কপালে সিঁদুর এবং কালো টিপ পরা টুকরো করা একটা মাথা, হাত-পা। স্থানীয়রা খবর দিতেই, ঘটনাস্থলে আসেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার হরিকৃষ্ণ পাই। হোমিসাইড শাখা এবং ডগ স্কোয়াড ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। মাথা এবং মুখ অবিকৃত অবস্থাতেই পাওয়ার পর তাঁর মুখের ছবি বিভিন্ন মিসিং পার্সন পোর্টালে আপলোড করে পুলিশ। আর তারপরই সামনে আসে মহিলার পরিচয়।                              

মহিলা খুনে গ্রেফতার এক: ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের পর তদন্তকারীরা অনুমান করেন, মৃতদেহের অংশ উদ্ধারের ১৮-২০ ঘণ্টা আগে খুন করা হয় মহিলাকে। গলা কেটে খুন করা হয় তাঁকে। খুনের পর টুকরো টুকরো করে কাটা হয় দেহ। ওয়াটগঞ্জের এই হাড় হিম করা ঘটনায় পরিবারকে জিজ্ঞাসাবাদের সময় অসঙ্গতি লক্ষ্য় করা যায় মৃতার দেওরের কথাবার্তায়। তারপরই আটক করা হয় তাঁকে। আর এবার গ্রেফতার করা হল মহিলার ভাসুরকে।                  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: Loksabha Election 2024: ভেস্তে গেল জোট, লোকসভা নির্বাচনে আলাদা লড়ার ঘোষণা নৌশাদের