কলকাতা: বাংলায় (West Bengal) এবারের লোকসভা ভোটে (Lok Sabha Election 2024) বিজেপি (BJP) পেয়েছে ১২টি আসন। সেই ১২ জনের মধ্যে থেকেই দুজন জায়গা পেলেন নরেন্দ্র মোদির তৃতীয়বারের মন্ত্রিসভায়। বনগাঁর ২ বারের সাংসদ শান্তনু ঠাকুর (Shantanu Thakur) এবং বালুরঘাটের ২ বারের সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) জায়গা পেলেন মোদির মন্ত্রিসভায়। তবে পূর্ণমন্ত্রী নন, দুজনেই প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। রবিবার, শান্তনু এবং সুকান্ত প্রতিমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন। অর্থাৎ এবারও কোনও পূর্ণমন্ত্রী পেল না বাংলা।  


এর আগেরবার অর্থাৎ নরেন্দ্র মোদির (Narendra Modi) দ্বিতীয় সরকারেও প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন বনগাঁর সাংসদ এবং মতুয়া সমাজের শীর্ষস্থানীয় মুখ শান্তনু ঠাকুর। গতবার জলপথ, বন্দর ও জাহাজ মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। এবার কোন মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব তাঁর কাছে যাবে, তা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে এবার আলোচনা হয়েছে সুকান্ত মজুমদারের মোদি-মন্ত্রিসভায় জায়গা পাওয়া নিয়ে। বালুরঘাট থেকে গতবারও তিনি জিতেছিলেন। এবারও নিজের গড় ধরে রেখেছেন তিনি। সুকান্ত মজুমদার বাংলা বিজেপির রাজ্য সভাপতি। তিনিই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায়, এবার রাজ্য বিজেপি সভাপতি কে হবেন তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।


বিরোধী দলগুলিও এই নিয়ে প্রশ্ন তুলেছে। বাংলা থেকে এবারও কেন কেউ পূর্ণমন্ত্রী হলেন না তা নিয়ে মোদি সরকার এবং বিজেপিকে খোঁচা দিয়েছে কংগ্রেস। আগের বার ১৮টি আসন পেয়েছিল বিজেপি। সেবার এই রাজ্য থেকে চার জন প্রতিমন্ত্রী পেয়েছিল বাংলা। সেই তালিকায় ছিলেন শান্তনু ঠাকুর, নিশীথ প্রামাণিক, জন বার্লা এবং সুভাষ সরকার। বাবুল সুপ্রিয়ও প্রতিমন্ত্রী হয়েছিলেন, পরে তিনি তৃণমূলে যোগ দেন। এবারের ভোটে জন বার্লাকে টিকিট দেয়নি বিজেপি। এবারের ভোটে হেরে গিয়েছেন নিশীথ প্রামাণিত, সুভাষ সরকার। নিজের আসন দখলে রেখেছেন শান্তনু ঠাকুর। গতবারও সাংসদ হয়েছিলেন সুকান্ত মজুমদার, তিনি মন্ত্রিসভায় ঠাইঁ পাননি। ২০২১ এর পরে তাঁকে বিজেপি রাজ্য সভাপতি পদে বসানো হয়েছিল। এবারের ভোটে তিনি রাজ্যে বিজেপির ধাক্কার মধ্যেও নিজের গড় টিকিয়ে রেখেছেন তিনি। আর এবারই বাংলা থেকে মন্ত্রিসভায় ঠাঁই পেলেন। তবে প্রতিমন্ত্রী হিসেবে।


আরও পড়ুন: খাস কলকাতায় বহু ওয়ার্ডে এগিয়ে পদ্ম! হেভিওয়েট ওয়ার্ডে পিছিয়ে তৃণমূল


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।