কলকাতা: পশ্চিমবঙ্গের (West Bengal) প্রতিটি বুথে বসবাসকারী মহিলা (Women) ও যুবক-যুবতীদের (Youth) কাছে বেশি করে পৌঁছে তৃণমূল সরকার (TMC Government) কীভাবে তাঁদের বঞ্চিত (deprive) করছে তা তুলে ধরার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) পশ্চিমবঙ্গে থেকে যত বেশি সংখ্যক আসন জেতার লক্ষ্য নিয়ে বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন বুথের সভাপতিদের সঙ্গে মিলিত হন তিনি। আর সেখানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, "কীভাবে বিভিন্ন কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলির সুবিধা থেকে পশ্চিমবঙ্গের জনগণকে তৃণমূল সরকার বঞ্চিত করছে তা প্রতিটি বুথের যুব সম্প্রদায় ও মহিলাদের বোঝান। এর জন্য প্রতিটি বুথের বিজেপি সভাপতিদের বাড়ি বাড়ি ঘুরে প্রচার চালানোর নির্দেশ দেন তিনি।"
পাশাপাশি আরও নির্দেশ দেন, পশ্চিমবঙ্গে বিভিন্ন দুর্নীতির তদন্ত করতে গিয়ে কেন্দ্রীয় সংস্থাগুলি যে ৩ হাজার কোটি টাকা বাজেয়াপ্ত করেছে তা লুঠ হওয়া ও গরিব মানুষদের মধ্যে যে ফিরিয়ে দিতে কেন্দ্র সক্রিয় রয়েছে তাও বুঝিয়ে বলতে হবে।
পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকসভা কেন্দ্রের অন্তর্গত প্রতিটি বুথের সভাপতিদের বার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, "ভোটারদের এই ভরসা দিতে হবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য আমি যে প্রতিশ্রুতি দিয়েছি কোনওভাবেই তা থেকে পিছুপা হব না। পাশাপাশি আপনাদের প্রতিটি লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষকে বোঝাতে হবে যে বিরোধী ইন্ডিয়া জোটের যে সমস্ত শরিকরা পশ্চিমবঙ্গে একে অপরের বিরুদ্ধে লড়াই করার দাবি করছে তারা আসলে জাতীয় স্তরে বিজেপি বিরোধিতায় একজোট হয়েছে। আর তাদের প্রধান ও একমাত্র উদ্দেশ্য হল, পরিবারবাদের রাজনীতি ও দুর্নীতির ধারাবাহিকতা বজায় রাখা।"
বুধবার মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই সমস্ত লোকসভা কেন্দ্রগুলির বুথ সভাপতিদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন যেগুলিতে ১৯ এপ্রিল থেকে মে-র ৭ তারিখ পর্যন্ত প্রথম তিন দফার ভোট হবে। বুথ সভাপতিদের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী এই পরামর্শও দেন যে প্রতিটি বুথের সভাপতিদের নিজেদের এলাকায় সংগঠনকে শক্তিশালী করার দিকে একমাত্র লক্ষ্য রাখতে হবে। আর এই বিষয়টি সুনিশ্চিত করতে হবে যে বিজেপিকে ভোট দেওয়ার জন্য মনস্থির করা মানুষরা যেন ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে যত তাড়াতাড়ি সম্ভব গিয়ে নিজেদের মূল্যবান ভোটটি দিতে পারেন। প্রয়ুক্তির ব্যবহার করে যুব সম্প্রদায়ের কাছে পৌঁছে বোঝাতে হবে যে কীভাবে কেন্দ্রীয় সরকার তাঁদের উন্নয়নের জন্য বিশেষ বিশেষ প্রকল্প নিয়ে এসেছে। সেই সঙ্গে দলীয় মহিলা কর্মীদের যত তাড়াতাড়ি সম্ভব প্রচার কর্মসূচির সঙ্গে যুক্ত করে তাঁদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি ঘোরার নির্দেশও বুধবার দেন নরেন্দ্র মোদি। পাশাপাশি তিনি পশ্চিমবঙ্গের বিজেপি নেতা ও কর্মীরা যেভাবে দলের জন্য অক্লান্ত পরিশ্রম করে এই রাজ্যের মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করছেন তারও ভূয়সী প্রশংসা করেন। বলেন, "পশ্চিমবঙ্গের নেতা-কর্মীদের কাজ সারা দেশের বিজেপি কর্মীদের কাছে জ্বলন্ত উদাহরণ তৈরি করছে। যা আরও এগিয়ে নিয়ে যেতে হবে।"
আরও পড়ুন:
তথ্যসূত্র: IANS