PM Modi in Bengal: দুর্নীতি থেকে সন্দেশখালি! বাংলায় দাঁড়িয়ে মোদির নিশানায় আগাগোড়া তৃণমূল

PM Narendra Modi: বাংলায় লোকসভা ভোট প্রচার কার্যত শুরু করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একাধিক ইস্যুতে রাজ্যের শাসক দলকে নিশানা করেছেন তিনি। দিয়েছেন দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের আশ্বাসও।

Continues below advertisement

শিবাশিস মৌলিক, উজ্জ্বল মুখোপাধ্য়ায় ও সমীর পাল, আরামবাগ: লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) আগে রাজ্য়ে এসে, দুর্নীতি ইস্য়ুতে তৃণমূলকে তীব্র আক্রমণ প্রধানমন্ত্রী। হুঁশিয়ারি দিলেন, যারা গরিবের টাকা লুঠ করেছে, তাকে ফেরত দিতেই হবে। এটা মোদির গ্য়ারান্টি। পাল্টা নাম না করে শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ টেনে খোঁচা দিয়েছে তৃণমূলও। 

Continues below advertisement

আরামবাগের (PM Modi in Arambagh) মঞ্চ থেকে সন্দেশখালি নিয়ে তৃণমূলকে নিশানা করে তোপ দেগেছেন মোদি, খোঁচা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়কেও। পাশাপাশি দুর্নীতি নিয়ে একের পর এক অভিযোগে বিদ্ধ করেছেন তৃণমূলকে। শুধু তাই নয়, লুঠেরাদের থেকে টাকা ফেরতের আশ্বাসও দিয়েছেন তিনি। এদিন নরেন্দ্র মোদি বলেন, 'আমি পশ্চিমবাংলার বোন, পশ্চিমবাংলার গরিব, পশ্চিমবাংলার তরুণদের গ্য়ারান্টি দিচ্ছি। আর মোদির গ্য়ারান্টি হল, যারা গরিবের টাকা লুঠ করেছে, তাকে ফেরত দিতেই হবে।'

লোকসভা ভোটের (Parliament Election 2024) দিনক্ষণ ঘোষণা হয়নি। তার আগেই বাংলায় এসে ভোটের দামামা বাজিয়ে দিলেন নরেন্দ্র মোদি (PM Modi News)। তৃণমূলের বিরুদ্ধে ঝোড়ো আক্রমণ শানাতে অস্ত্র করলেন। শিক্ষা, পুরসভা, রেশন-সহ বিভিন্ন ক্ষেত্রে সামনে আসা বিপুল দুর্নীতির অভিযোগকে হাতিয়ার করলেন মোদিও। এদিন তিনি বলেছেন, 'তৃণমূল এখানে প্রাথমিকের শিক্ষক নিয়োগে দুর্নীতি করেছে। করেছে কিনা? দুর্নীতি করেছে, না করেনি? তৃণমূল এখানে পুরসভার নিয়োগে দুর্নীতি (Recruitment Scam) করেছে, না করেনি? দুর্নীতি করেছে, না করেনি? তৃণমূল এখানে সরকারি জিনিস কেনায় দুর্নীতি করেছে, না করেনি? দুর্নীতি করেছে, না করেনি? তৃণমূল এখানে গরিবের রেশন নিয়ে দুর্নীতি করেছে, না করেনি? করেছে, না করেনি? গরিব ও মধ্য়বিত্তের জমি দখল হোক, চিটফান্ডে দুর্নীতি হোক, সীমান্তে পশু পাচার হোক, তৃণমূল দুর্নীতির কোনও রাস্তা বাদ দেয়নি।'

নিয়োগ দুর্নীতির মামলায় ধৃত, পার্থ চট্টোপাধ্য়ায়ের ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্য়াট থেকে উদ্ধার হওয়া টাকা এবং গয়নার পাহাড়ের ছবি দেখেছে বাংলা। লোকসভা ভোটের আগে সেই ছবি মনে করিয়ে দিলেন নরেন্দ্র মোদি। আরামবাগের সভা থেকে মোদি বলেন, 'তৃণমূলের মন্ত্রীদের বাড়ি থেকে নোটের পাহাড় বেরোচ্ছে। আপনারা নোটের পাহাড় দেখেছেন তো? দেখেছেন তো? আগে কখনও এত বড় নোটের পাহাড় দেখেছেন? সিনেমাতেও দেখেছেন? কী করে দিল এরা!... এখানকার মুখ্য়মন্ত্রী দুর্নীতিগ্রস্তদের বাঁচাতে, ধর্নায় বসে পড়েন।... মোদি এদের মর্জি মতো চলতে দেবে না। মোদি এদের গালিতে ভয় পায় না। এদের হামলায় মোদি ভয় পাবে না, থামবে না।'

যদিও দুর্নীতি ইস্যুতে শুভেন্দু অধিকারীর নাম নিয়ে পাল্টা মোদিকে খোঁচা দিয়েছে তৃণমূল। তৃণমূলের মুখপাত্র শান্তনু সেনের তোপ, 'ভারতবর্ষের প্রধানমন্ত্রী যার মন্ত্রিসভার ৪২ শতাংশ মন্ত্রীর বিরুদ্ধে ক্রিমিনাল কেস আছে। আমাদের বাংলায় লোডশেডিংয়ে জেতা বিরোধী দলনেতা, যাকে নারদা কেসে প্রকাশ্য়ে টাকা নিতে দেখা গেছে, যার বিরুদ্ধে CBI-এর FIR-এ নাম আছে, ২০টা FIR আছে, তিনি হচ্ছেন তাঁর দলের সম্পদ।' পাশাপাশি, নীরব মোদির প্রসঙ্গ তুলে শান্তনু সেনের খোঁচা, 'আপাদমস্তক দুর্নীতিতে ডুবে থাকা বিজেপির নরেন্দ্র মোদির বন্ধুরা, নীরব মোদি, ললিত মোদি, মেহুল চোকসী, দেশের হাজার হাজার কোটি টাকা চুরি করে চলে গিয়েছে।' 

এদিন আরামবাগের সভার (PM Modi Public Meeting) পরে রাজভবনে আসেন নরেন্দ্র মোদি (PM Modi West Bengal Visit)। সেখানে সন্ধেয় তাঁর সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। মিনিট ২০ দুজনের মধ্যে বৈঠক হয়। পরে বেরিয়ে মমতা জানিয়েছেন এটি সৌজন্য সাক্ষাৎ। বিষয়টি নিয়ে তৃণমূল-বিজেপি সেটিংয়ের অভিযোগ করেছে বামেরা। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, 'কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো কার্যত পশ্চিম বাংলায় পিসি-ভাইপোকে সাহায্য় করছে, প্রধানমন্ত্রী পারলে সেটা বন্ধ করুন।'

আরও পড়ুন: 'সিস্টেমে আমি মিসফিট'! আচমকা দলীয় পদে ইস্তফা কুণালের!

Continues below advertisement
Sponsored Links by Taboola