সুরেন্দ্রনগর (গুজরাত): পরমাণু অস্ত্র নিয়ে পাকিস্তানকে চরম হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গুজরাতের সুরেন্দ্রনগরে নির্বাচনী জনসভায় তিনি বলেন, ‘আমাদের কাছে সেরা পরমাণু অস্ত্র আছে। আমি সিদ্ধান্ত নিয়েছি, পাকিস্তানকে বলব ওরা যা পারে করে নিক। আমাদের আঘাত করলে উপযুক্ত জবাব দেব। অতীতে পাকিস্তান থেকে জঙ্গিরা আমাদের দেশে এসে হামলা চালিয়ে ফিরে যেত। পাকিস্তান হুমকি দিত, ভারত পাল্টা আক্রমণ করলে তারা পরমাণু বোমা ফেলবে। এখন আর এভাবে ভারতকে ব্ল্যাকমেল করতে পারবে না পাকিস্তান।’ মোদি আরও বলেছেন, ‘অতীতে আমাদের লোকজন বিভিন্ন দেশে গিয়ে কেঁদে কেঁদে বলতেন, পাকিস্তান এই করেছে, সেই করেছে। এবার পাকিস্তানের কাঁদার পালা। আমাদের জওয়ানরা কি ওদের ঘরে গিয়ে মারেননি? আমাদের কি ওদের ঘরে ঢুকে মারা উচিত নয়? আমাদের জওয়ানদের মৃত্যুর বদলা নেওয়া কি উচিত নয়? আজ মহাবীর জয়ন্তী। এই দিনটি শান্তির। কিন্তু আমরা কবে শান্তি অর্জন করব? একজন শক্তিশালী মানুষের শান্তির আবেদনেই সবাই কান দেন, দুর্বল ব্যক্তির কথায় নয়।’ কংগ্রেসকে আক্রমণ করে মোদি বলেছেন, ‘এবারের নির্বাচনে কংগ্রেসের চরিত্র কীভাবে বদলে গিয়েছে, সেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। কংগ্রেস যেভাবে মিথ্যা বলছে, সেনাবাহিনীকে নিয়ে প্রশ্ন তুলছে, সেনাবাহিনীর আধিকারিকদের গুণ্ডা বলছে, বায়ুসেনা প্রধানকে মিথ্যাবাদী বলছে, তাতে কি পাকিস্তান খুশি হচ্ছে না? আমরা যখন সার্জিক্যাল স্ট্রাইক করেছিলাম, তখন কংগ্রেস প্রশ্ন তুলেছিল। আমাদের এয়ারস্ট্রাইকের পর কংগ্রেস প্রমাণ দাবি করে। কংগ্রেস দেশের ছেলেদের বিশ্বাস করে না পাকিস্তানের মিথ্যা প্রচারে?’