ময়ুখ ঠাকুর চক্রবর্তী, দক্ষিণ ২৪ পরগনা: ভাঙড়ে আইএসএফ কর্মী খুনে তৃণমূল নেতা আরাবুল ইসলামের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করল পুুলিশ। আরাবুল ও তাঁর পুত্র হাকিমুল-সহ মোট ২০ জনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে পুলিশ। আইএসএফ কর্মী মহিউদ্দিনের বাবার অভিযোগের ভিত্তিতে রুজু মামলা।


প্রেক্ষাপট...
গত ১৫ জুন পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা ঘিরে সংঘর্ষ চলাকালীন খুন হন আইএসএফ কর্মী মহিউদ্দিন। তাঁর দলের তরফে অভিযোগ ছিল, তৃণমূল-আইএসএফ সংঘর্ষেই খুন হয়েছেন আইএসএফ কর্মী।  সেই মামলাতেই খুন,অস্ত্র আইনৃসহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করল পুলিশ। 


ভয়ঙ্কর ভাঙড়...
পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন ঘিরে গত বেশ কয়েকদিনে, ভাঙড়ে টানা ভয়ঙ্কর সন্ত্রাসের ছবি দেখা যায়। মুড়ি মুড়কির মতো বোমা পড়ে, চলে গুলি। একই দিনে, ISF, তৃণমূল কর্মী-সহ ৩ জনের মৃত্যু হয়।  সাংবাদিকদের ওপরও হামলা চলে। লাঠি-বাঁশ হাতে দুষ্কৃতীদের দাপাদাপির সাক্ষী থাকেন ভাঙড়ের সাধারণ বাসিন্দারা। একের পর এক পুলিশের গাড়ি ভাঙচুর। গাড়িতে আগুন। হামলার মুখে পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। এই পরিস্থিতিতে, গত শুক্রবার অশান্ত ভাঙড়ে যান রাজ্য়পাল। আগেই পঞ্চায়েত ভোটের মনোনয়ন ঘিরে প্রবল অশান্তি দেখে আশঙ্কা প্রকাশ করে বিবৃতি দেন রাজ্যপাল। তিনি বলেন, 'বাংলায় প্রাক-নির্বাচনে মৃতের সংখ্যা বাড়ছে শুনে মর্মাহত। নির্বাচনে বিজয় মৃতদেহ গণনার উপর নয়, ভোট গণনার উপর নির্ভর করা উচিত। আমাদের সংবিধান আক্রমণের মুখে। শয়তানের এই খেলা শেষ হওয়া উচিত। শেষ হবে, শেষের শুরুটা হবে পশ্চিমবঙ্গে।' তিনি আরও বলেন, 'গণতন্ত্রে জনগণই প্রভু, নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করা তাদের অবিচ্ছেদ্য অধিকার। গণতান্ত্রিক নির্বাচনে হিংসার কোনও স্থান নেই। যে কোনও মূল্যে সহিংসতা নির্মূল করা হবে এবং হিংসা এই পঞ্চায়েত নির্বাচনের প্রথম বলি হবে।' তিনি আরও বিবৃতি দেন, 'কাউকেই, তারা যতই উচ্চ ও পরাক্রমশালী বলে নিজেদের মনে করুক না কেন, আইন হাতে তুলে নিতে দেওয়া হবে না। মাননীয় কলকাতা হাইকোর্ট দ্ব্যর্থহীন ভাষায় সংশ্লিষ্ট সকলকে তাদের দায়িত্ব পালন করতে নির্দেশ জারি করেছে।আদালতের রায় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। কোনও অবস্থাতেই গণতন্ত্রকে স্তব্ধ করার অনুমতি দেওয়া হবে না। অন্ধকারের শক্তিকে বোঝাতে হবে যে এটি প্রতিশ্রুতি নয়, বাংলার নীরব সংখ্যাগরিষ্ঠের দৃঢ় অঙ্গীকার। অপশক্তির বিরুদ্ধে অধিকার রক্ষার এই যুদ্ধে , অধিকারের জয় হওয়া উচিত, অধিকারের জয় হবে।'


আরও পড়ুন:কোঁকড়ানো চুল ধুয়ে পরিষ্কার করার ক্ষেত্রে কী কী নিয়ম অতি অবশ্যই মেনে চলতে হবে?