কলকাতা: উত্তর কলকাতায় নকুড়ের মিষ্টির দোকানে ঢুকে, মালিককে চড় মারার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আজ দুপুর সাড়ে তিনটে নাগাদ। অভিযোগ, দুপুরে আচমকাই কয়েকজন পুলিশকর্মী এসে জানতে চান, দোকান খোলা কেন? এক পুলিশকর্মী দোকানের মালিককে চড় মেরে, দোকান বন্ধ করতে বলে চলে যান বলে অভিযোগ। দোকানের মালিকের দাবি, তিনি গিরিশ পার্ক থানায় গেলেও অভিযোগ নেওয়া হয়নি। তবে পরে পুলিশ এসে তাঁর বয়ান নিয়েছে।
নকুড়ের মিষ্টির দোকানে ঢুকে, মালিককে চড় পুলিশের। দোকান মালিকের দাবি, আজ দুপুরে ডিসি ডিডি টু নগেন্দ্র ত্রিপাঠী নকুড়ের মিষ্টির দোকানে এসে জানতে চান, দোকান খোলা কেন? উত্তর দেওয়ার আগেই ওই পুলিশ অফিসার দোকানের মালিককে সপাটে চড় মারেন।
ভোটের দিন একাধিক জায়গায় যেমন পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে, তেমন ভোটের শেষলগ্নে আবার চোখে পড়ল উর্দিধারীদের দাদাগিরিও।
বৃহস্পতিবার ভোটের দিনে উত্তর কলকাতায় প্রসিদ্ধ নকুড়ের মিষ্টির দোকানে ঢুকে মালিককে এভাবেই চড় মারতে দেখা যায় ডিসি ডিডি টু নগেন্দ্র ত্রিপাঠীকে।
দোকানের মালিকের দাবি, বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ তাঁদের দোকানে এসে ওই পুলিশ অফিসার জানতে চান দোকান খোলা কেন? উত্তর দেওয়ার আগেই ডিসি ডিডি টু নকুড়ের মালিককে সপাটে চড় মারেন।
ডিসি ডিডি টু নগেন্দ্র ত্রিপাঠীর সঙ্গে এবিষয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন, একথা তাঁর মনে নেই।
পুলিশের এই দাদাগিরির সমালোচনায় সরব হয়েছে বিভিন্ন মহল।
শুধু এই ঘটনাই নয়। এদিন বিডন স্ট্রিটে বেশ কয়েকটি এলাকায় পুলিশি তাণ্ডবের অভিযোগ উঠেছে। ভবতারণ স্কুল সংলগ্ন কয়েকটি ক্যাম্প অফিসে পুলিশ ভাঙচুর চালায় বলে অভিযোগ। রাস্তায় কয়েকজনকে পুলিশকর্মীরা মারধর করেন বলেও অভিযোগ।