রানা দাস, পূর্ব বর্ধমান- মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু বিজ্ঞানীর। অন্যায়-অত্যাচার থেকে বাংলাকে মুক্ত করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা। নিজেই বলছেন পূর্বস্থলী উত্তরের বিজেপি প্রার্থীর। মন্দিরে ঈশ্বরের কাছে প্রার্থনা সেরেই নামলেন লড়াইয়ের ময়দানে। বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ সারলেন বিজেপি প্রার্থী তথা জেএনইউ-র অধ্যাপক।


ভোট ময়দানে লড়াই কঠিন। তাই গণদেবতার সমর্থন পেয়ে ভোট-বৈতরণী পার হতে দেবতার দরজায় বিজ্ঞানী। রবিবার মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিজ্ঞানী গোবর্ধন দাস। এবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলী উত্তর কেন্দ্রে বিজেপির টিকিটে লড়ছেন তিনি। পূর্বস্থলী উত্তরের বিজেপি প্রার্থী গোবর্ধন দাস বলেন, ‘‘মন্দিরে গিয়ে ঈশ্বরের কাছে কামনা করলাম প্রথমে ৩৪ ও পরে ১০ বছর বাংলায় অন্যায়-অত্যাচার চলেছে সেখান থেকে মুক্তি দাও ৷’’


গঙ্গাপাড়ের নীলবাড়ি দখলের লড়াইতে এবার তারকা প্রার্থীর ছড়াছড়ি। রুপোলি পর্দার নায়ক-নায়িকা থেকে শুরু করে খেলোয়াড়দের টিকিট দিয়েছে শাসক-বিরোধী দুই পক্ষই। সেই তালিকায় যুক্ত হয়েছে বিজ্ঞানী গোবর্ধন দাসের নামও। এবারই প্রথম ভোটের লড়াইতে নামা এই বিজ্ঞানী কর্মসূত্রে প্রায় ১২ বছর ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশে ফিরে দিল্লিতে মলিকিউলার ইমিউনোলজি-র উপর গবেষণামূলক কাজ করেন তিনি। ২০১৪-য় মলিকিউলার মেডিসিন বিভাগের অধ্যাপক হিসাবে যোগ দেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে। প্রায় ১৫ বছর ধরে তিনি যক্ষ্মার টিকা নিয়ে গবেষণা চালিয়েছেন। এছাড়াও কোভিড ভ্যাকসিন নিয়েও কাজ করছেন তিনি।


এদিন পূর্বস্থলীতে মন্দিরে পুজো দেওয়ার পর বাড়ি বাড়ি ঘুরে প্রচার সারেন তিনি। পূর্বস্থলী উত্তরের বিজেপি প্রার্থী গোবর্ধন দাস বলেন, ‘‘বাংলার মুখ মলিন হয়ে গিয়েছে। কল-কারখানা শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে স্বাস্থ্য, শাসন ব্যবস্থা এখন বেহাল। তার থেকে বাংলার মুক্তি চাই ৷’ এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী তপন চট্টোপাধ্যায়। সিপিএমের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রদীপ সাহা। ২২ এপ্রিল ষষ্ঠ দফায় পূর্বস্থলী উত্তরে ভোটগ্রহণ।