হংসরাজ সিংহ, ব্রতদীপ ভট্টাচার্য ও রাজীব চৌধুরী, পুরুলিয়া: আদ্রায় তৃণমূলের টাউন সভাপতিকে (Adra TMC Town President) খুন ঘিরে চরমে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল নেতা খুনে ডেকো গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রার্থীকে (Congress Candidগ্রেফতার করল পুলিশ। বিরোধীদের ফাঁসানোর অভিযোগে সরব হয়েছে কংগ্রেস। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।


তুঙ্গে তরজা...
আদ্রা...। রেল শহর। পঞ্চায়েত, পুরসভা কোনওটাই নেই এখানে! কাজেই, পঞ্চায়েত ভোটের সঙ্গে কোনও সম্পর্ক নেই এখানকার মানুষের। অথচ সেখানেই, পঞ্চায়েত ভোটের আগে খুন হয়ে গেলেন তৃণমূলের টাউন সভাপতি। আর গ্রেফতার করা হল সাড়ে ৩ কিলোমিটার দূরের ডেকো গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রার্থীকে। মনোনয়ন পর্বে বারবার বিরোধীদের ঠেকানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। দিকে দিকে অশান্তি, রক্তপাতের মধ্য়েই এবার তৃণমূল নেতা খুনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। পুরুলিয়ার কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো বলেন, 'গোষ্ঠীকোন্দল, সিন্ডিকেটের ব্যাপার। কংগ্রেসকে ফাঁসিয়ে ধামাচাপা দেওয়া চেষ্টা হচ্ছে।' প্রকৃত সত্য যাতে বাইরে আসে সে জন্য সিবিআই ইনকোয়ারির দাবি জানিয়েছেন তিনি। আদ্রার পার্শ্ববর্তী, কাশীপুর ব্লকের ১৩টি গ্রাম পঞ্চায়েতের সবক'টিই বর্তমানে তৃণমূলের দখলে। তারমধ্য়ে, ২০১৮ সালে ১৫ আসনের ডেকো পঞ্চায়েতের ৯টি আসন রয়েছে তৃণমূলের দখলে। একটি সিপিএম ও ৫টি রয়েছে বিজেপির দখলে। এখানেই এবার কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন আরশাদ হোসেন। মনোনয়নের আগের রাতে ডাকাতির একটি পুরনো মামলায় সিপিএম প্রার্থীকে গ্রেফতার করার অভিযোগ উঠেছিল বীরভূমের লাভপুরে। এবার তৃণমূল নেতা খুনে কংগ্রেস প্রার্থীকে গ্রেফতারের অভিযোগ উঠল পুরুলিয়ায়। সূত্রের খবর, আগেও একটি খুনের ঘটনায় অভিযুক্ত হিসেবে আরশাদকে গ্রেফতার করে পুলিশ। স্থানীয় সূত্রে দাবি, ডেকো গ্রাম পঞ্চায়েতের এই কংগ্রেস প্রার্থী আগে কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থাকলেও পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের সঙ্গে ওঠা-বসা শুরু করেন তিনি। সূত্রের খবর, তৃণমূলে টিকিট না পেয়ে কংগ্রেসের প্রার্থী হন। আদ্রায় তৃণমূল নেতা খুনে বিরোধীদের দিকে অভিযোগের আঙুল তুলেছে শাসকদল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অবশ্য় পাল্টা বলেন, 'এই ভূত দেখুক। আমরা মামলা করে কোর্টে গিয়ে বুঝে নেব।' এদিকে পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে অনুমান, আদ্রায় তৃণমূলের টাউন সভাপতি খুনে সুপারি কিলারের হাত থাকতে পারে।


আরও পড়ুন:প্রতিদিন নিয়মিত মধু সেবনে কী কী উপকার হতে পারে আমাদের স্বাস্থ্যের?