মালদা: মালদার ইংরেজবাজারের সদুল্লাপুরে এক সিপিএমকর্মীর কান কেটে নেওয়ার অভিযোগ। অভিযোগের তির তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীদের দিকে।
গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ দুই সঙ্গীকে নিয়ে বাড়ি ফিরছিলেন সিপিএমকর্মী স্বাধীন ঘোষ। অভিযোগ, সেসময় স্থানীয় তৃণমূল নেতা প্রদীপ মণ্ডল ও অশোক রায়ের নেতৃত্বে তিনজনের ওপর ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায় তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীরা। গুরুতর জখম হন তিনজনই।
ডান কানে গুরুতর আঘাত নিয়ে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি সিপিএমকর্মী স্বাধীন ঘোষ। ইংরেজবাজার থানায় এফআইআর দায়ের হয়েছে। এনিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া মেলেনি।
মালদায় সিপিএমকর্মীর কান কেটে নেওয়ার অভিযোগ তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 May 2016 07:01 AM (IST)
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -