মালদা: মালদার ইংরেজবাজারের সদুল্লাপুরে এক সিপিএমকর্মীর কান কেটে নেওয়ার অভিযোগ। অভিযোগের তির তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীদের দিকে।

গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ দুই সঙ্গীকে নিয়ে বাড়ি ফিরছিলেন সিপিএমকর্মী স্বাধীন ঘোষ। অভিযোগ, সেসময় স্থানীয় তৃণমূল নেতা প্রদীপ মণ্ডল ও অশোক রায়ের নেতৃত্বে তিনজনের ওপর ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায় তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীরা। গুরুতর জখম হন তিনজনই।

ডান কানে গুরুতর আঘাত নিয়ে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি সিপিএমকর্মী স্বাধীন ঘোষ। ইংরেজবাজার থানায় এফআইআর দায়ের হয়েছে। এনিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া মেলেনি।