ভোট-পরবর্তী সন্ত্রাসের জের, বহরমপুরে গুলিবিদ্ধ তৃণমূলের জেলা সম্পাদক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 May 2016 04:28 AM (IST)
বহরমপুর: বহরমপুরে গুলিবিদ্ধ তৃণমূল নেতা। পুলিশ সূত্রে খবর, আজ সকালে শহিদাবাদে নিজের বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন তৃণমূলের জেলা সম্পাদক সুবীর সরকার। সেইসময় খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। এরমধ্যে তিনটি গুলি গায়ে লাগে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই তৃণমূল নেতা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূলের দাবি, ঘটনার নেপথ্যে রয়েছে কংগ্রেস। যদিও অভিযোগ অস্বীকার করে কংগ্রেসের পাল্টা দাবি, তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দলের জেরেই এই ঘটনা। বহরমপুরে গুলিবিদ্ধ তৃণমূলের জেলা সম্পাদক, শুনুন আক্রান্তের স্ত্রী কী বললেন: