রঞ্জিত হালদার, ভাঙড়: ভাঙড়ের একসময়ের বেতাজ বাদশা আরাবুল ইসলাম বর্তমানে জেলবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন। এর মধ্যেই তৃণমূল বিধায়ক সওকত মোল্লার (TMC MLA Saokat Molla) গ্রেফতারির দাবিতে পোস্টার পড়ল ভাঙড়ে (Bhanger)। ঘটনাটি ঘটেছে কলকাতা পুলিশের পোলেরহাট থানা এলাকার শ্যামনগরে। সওকত মোল্লার সভার আগেই এই পোস্টার (Poster) পড়ায় চাঞ্চল্য দেখা দিয়েছে ওই এলাকায়।


স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড় বিধানসভার পোলেরহাট থানার শ্যামনগর এলাকায় ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা নামে পড়ল একাধিক পোস্টার। আর এই পোস্টারগুলিকে কেন্দ্র করেই তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা। ওই পোস্টারে লেখা রয়েছে, "ক্যানিং ও জীবনতলা থেকে লোক এনে ভাঙড়ে সন্ত্রাস করে খুন করল সেই খুনের দায়ে আরাবুল জেলে, সওকত মোল্লা বাইরে কেন? প্রশাসন জবাব দাও!"


এর পাশাপাশি ওই পোস্টারে আরও লেখা রয়েছে, মুখ্যমন্ত্রী দ্বারা স্বীকৃত বোমা গুলির মাস্টারমাইন্ডের এই ভাঙড়ে ঠাঁই নাই। এই ধরনের লেখাসমৃদ্ধ পোস্টার ছাড়াও এলাকার চারিদিকে রয়েছে আরও একাধিক পোস্টার। পরিবেশ রক্ষা কমিটির নামে ওই পোস্টারগুলি মারা হয়েছে।


এপ্রসঙ্গে প্রশ্ন করা হলে ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা বলেন, "যাঁরা পোস্টার মারছেন তাঁরা আমাদের আর্শীবাদ করছেন। ওনারা যত এমন করবেন তত বেশি এই এলাকায় তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হবে।"


আরও পড়ুন: Mamata Banerjee : 'যদি ভোট না দেন, আধার বাতিল করে দেবে', CAA বিরোধিতায় এবার মুখ্যমন্ত্রীর নতুন তত্ত্ব


প্রসঙ্গত উল্লেখ্য, ভাঙড় একদা শক্ত ঘাঁটি থাকলেও এখন কার্যত তৃণমূলের গলার কাঁটায় পরিণত হয়েছে। সেখানে লাগাতার অশান্তি ও গত বিধানসভা নির্বাচনে আইএসএফের নৌশাদ সিদ্দিকির-এর কাছে পরাজয়। সব কিছুর নেপথ্য়ে অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে, তৃণমূলের তীব্র গোষ্ঠী কোন্দলের তত্ত্ব। এই প্রেক্ষাপটেই গত পঞ্চায়েত ভোটের আগে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের বুথ স্তরের সংগঠনের হাল ফেরাতে ও গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে কড়া বার্তা দিয়েছিল তৃণমূল নেতৃত্ব। ভাঙড় বিধানসভার পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লার হাতে। এখন সেই ভাঙড়েই বিতর্কিত পোস্টার পড়ল সওকত মোল্লার নামে।  এখন দেখার পরিস্থিতি কোন দিকে যায়। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।