ভাটিন্ডা: চলতি লোকসভা নির্বাচনে একে অপরের বিরুদ্ধে লাগাতার কাদা ছোঁড়াছুঁড়ি করে চলেছে বিভিন্ন রাজনৈতিক দল। তার মধ্যেই রাজনৈতিক সৌহার্দ্যের নিদর্শন রাখলেন কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধী। এদিন রোড শো করছিলেন প্রিয়ঙ্কা। সেখানে রাস্তার ধারে দাঁড়িয়ে কিছু বিজেপি সমর্থক 'মোদি-মোদি' স্লোগান তুলে নেত্রীকে কটাক্ষ করছিলেন।
শুনতে পেয়ে গাড়ি থেকে নেমে তাঁদের দিকে এগিয়ে আসেন প্রিয়ঙ্কা। গেরুয়া সমর্থকদের অবাক করে দিয়ে, তিনি তাঁদের সঙ্গে হাত মেলান। বলেন, আপনারা আপনাদের জায়গায়, আমি আমার জায়গায়। তাঁর এই অভিব্যক্তিতে আপ্লুত হয়ে যান বিরোধী সমর্থকরাও। স্লোগান বন্ধ করে, তাঁরা প্রিয়ঙ্কাকে উল্টে শুভেচ্ছা জানান। শুধু তাই নয়। তাঁদের কয়েকজন সেলফি তোলার আবদার করলে সানন্দে তাঁদের সঙ্গে পোজ দেন নেত্রী।