পটাশপুর: নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই হানাহানি, হিংসা অব্যাহত (Panchayat Elections 2023)। নিত্যদিন উঠে আসছে ভূরি ভূরি অভিযোগ। তার মারাত্মক মাশুল গুনলেন পটাশপুরের বিজেপি সমর্থক। তৃণমূলের হামলার শিকার হয়েছিলেন বলে অভিযোগ করেছিলেন তিনি। আক্রান্ত হয়ে ভর্তি হতে হয়েছিল হাসপাতালে। এবার দৃষ্টিশক্তিই হারালেন তিনি। তার পরই জানালেন, হিংসা নয়, নির্বাচন হোক শান্তিতে (Patashpur News)।


আসন্ন পঞ্চায়েত নির্বাচন ঘিরে উত্তাপ কমার লক্ষণ নেই। সেই আবহেই ডান চোখের দৃষ্টি হারাতে বসেছেন পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বাসিন্দা অলোক ভুঁইয়া। বিজেপি-র সমর্থক তিনি। রবিবার আক্রান্ত হন। অভিযোগ, রবিবার বিজেপি-র পতাকা লাগাতে গেলে হামলা হয়। তৃণমূলের লোকজন হামলা চালায় বলে অভিযোগ ওঠে। তাতে গুরুতর আহত হন অলোক। রড দিয়ে তাঁকে মারা হয় বলে অভিযোগ (Purba Medinipur News)। 


আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল অলোককে। কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন, হামলায় ডান চোখে আঘাত পেয়েছেন অলোক। তাতে ডান চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন তিনি। রিজিওনাল ইনস্টিটিউট অফ অফথ্যালমোলজির চিকিৎসকরা জানিয়েছেন, অলোকের ডান চোখের অপটিক্যাল গ্লোব ফেটে গিয়েছে। ওই চোখে আর দেখতে পাবেন না তিনি। আপাতত কলকাতাতেই চিকিৎসা চলছে অলোকের।


আরও পড়ুন: Suvendu Adhikari: '৩ মাসের মধ্যে বিদায় দেব চোরেদের সরকারকে', ফের ডেডলাইন শুভেন্দুর


নির্বাচনী মরশুমে বছর বছর হিংসা, হানাহানি এখন স্বাভাবিক হওয়ার পথে। এবারও তার অন্যথা হয়নি। বেশির ভাগ ক্ষেত্রেই অভিযোগের তির শাসকদল তৃণমূলের দিকে। অভিযোগ, পাল্টা অভিযোগের এই টানাপোড়েনের মধ্যেই একটি চোখ চলে গিয়েছে অলোকের। চোখ হারিয়ে তাঁর বার্তা, নির্বাচন হোক শান্তিতেই। অলোকের কথায়, "চোখের বদলা চোখ নয়। দুষ্কৃতীরা গ্রেফতার হোক।" নির্বাচন শান্তিপূর্ণ ভাবে হওয়াই কাম্য বলে মত অলোকের।


এই আবহেই বুধবার পটাশপুরে সভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকে রাজ্যের তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দেন তিনি। শুভেন্দু বলেন,  "তিন মাসের মধ্যে বিদায় দেব চোরেদের এই সরকারকে। লোকসভা ভোটে রাজ্যে বিজেপির আসন ১৮ থেকে ৩৬ করব।" বিরোধী দলনেতা আরও বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে মানুষ নেই। পঞ্চায়েতকে চোরমুক্ত করাই বিজেপির অঙ্গীকার।"


রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে সকলকে ২০০০ টাকা করে দেওয়া হবে বলেও ঘোষণা করেছেন শুভেন্দু। তাঁর দাবি, ৫০০ নয়, বিজেপি ক্ষমতায় এলে সকলকে ২০০০ টাকা করে দেওয়া হবে। কোনও ভাগাভাগি থাকবে না। তৃণমূলকে হারিয়েই ছাড়বেন বলে জানান শুভেন্দু। যদিও তৃণমূলের ারজ্য সম্পাদক কুণাল ঘোষের দাবি, আবারও গোহারা হারবে বিজেপি।