কলকাতা: সারদা কেলেঙ্কারি থেকে নারদ নিউজের স্টিং অপারেশন। তৃণমূলের বিরুদ্ধে ওঠা দুর্নীতির একাধিক অভিযোগ নিয়ে রাজ্যে দাঁড়িয়ে সুর চড়ালেন রাহুল গাঁধী। শাসক দলকে বিঁধতে টানলেন উড়ালপুল বিপর্যয়ের প্রসঙ্গও।
নারদ নিউজের স্টিং অপারেশন ঘিরে গোটা দেশ উত্তাল। সংসদে বসেই সেই আঁচ টের পেয়েছিলেন তিনি। এবার রাজ্যে এসে তৃণমূলকে আক্রমণ করতে সেই দুর্নীতির অভিযোগকেই হাতিয়ার করলেন রাহুল গাঁধী।
শনিবার ভোটের প্রচারে কুলটি, বাঁকুড়া ও দুর্গাপুরে তিনটি সভা করেন রাহুল গাঁধী। সারদা থেকে নারদ, কোনও হাতিয়ারই হাতছাড়া করেননি কংগ্রেস সহ সভাপতি। তাঁর কটাক্ষ, মমতা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার কথা বলেছিলেন বলেই ২০১১ সালে কংগ্রেস তৃণমূলের সঙ্গে জোট করেছিল। কিন্তু, জিতে কোনও কথাই রাখেননি।
উড়ালপুল বিপর্যয়ের ঘটনাতেও যখন তৃণমূলের নাম জড়িয়ে গিয়েছে, তখন দুর্নীতি প্রসঙ্গে বলতে গিয়ে কৌশলে সেই জায়গাটাও ছুঁয়ে গিয়েছেন রাহুল। কুলটির সভায় রাহুল জানান, এই উড়ালপুল একটা সিম্বল। ৫ বছর কাজ হয়নি। কাজ করছে তার দলের লোক। বিপর্যয়ে লোকসান কার? সাধারণ মানুষের। তৃণমূলের তো লোকসান হয়নি।
সারদা থেকে নারদা--এখন উড়ালপুল বিপর্যয়। ভোটের আগে এই ইস্যুতে সরব হয়ে জোটের ধার আরও বাড়ানোর চেষ্টাই করলেন রাহুল গাঁধী। এমনটাই মত রাজনৈতিক মহলের।
ক্ষতি হল সাধারণ মানুষের, তৃণমূলের তো আর কিছু হয়নি! রাহুলের ‘উড়াল-বাণ’
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Apr 2016 11:15 AM (IST)
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -